খালেদা জিয়া গত দু’দিন ধরে হাসপাতালে ভর্তি বলে জানিয়েছেন ফখরুল৷ শুক্রবার সকালে ঢাকার নয়াপল্টনে ধর্মীয় প্রার্থনা সারার পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘‘গতকাল রাতে ডাক্তাররা বলেছেন, তাঁর (খালেদা জিয়ার) শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়।’’
advertisement
এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আজ বাংলাদেশের একাধিক মসজিদে মসজিদে দোয়ার আয়োজন করে বিএনপি।
প্রায় ৮০ বছর বয়সি খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থারাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত রবিবার শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে দ্রুত ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা জানান, খালেদা জিয়ার হৃদ্যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে।
চলতি বছরেরই চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া৷ ১১৭দিন লন্ডনে থাকার পরে গত ৬ মে দেশে ফেরেন তিনি৷ এরপর একাধিকবার শারীরিক নানা জটিলতায় তাঁকে হাসপাতালে যেতে হয়েছে।
