TRENDING:

কবর দিতে গিয়ে কেঁদে উঠল সদ্যজাত শিশু

Last Updated:

করব দিতে গিয়ে ঘটে গেল এক আশ্চর্য কাণ্ড ৷ আচমকা সবাইকে একপ্রকার চমকে দিয়ে কেঁদে উঠল শিশুটি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ঢাকা: সদ্যজাতকে মৃত বলে ঘোষণা করেছিল চিকিৎসকেরা ৷ শোকের ছায়া নেমে এসেছিল পরিবারের সদ্যসদের মধ্যে ৷ সবার চোখে তখন জল। মৃত শিশুকে  কবর দিতে গিয়েছিল তারা ৷ কিন্তু করব দিতে গিয়ে ঘটে গেল এক আশ্চর্য কাণ্ড ৷ আচমকা সবাইকে একপ্রকার চমকে দিয়ে কেঁদে উঠল শিশুটি ৷ ঘটনাটি ঘটেছে বাংলাদেশের ফরিদপুরে।
advertisement

জানা গিয়েছে, বৃহস্পতিবার ঢাকা থেকে ১৪০ কিলোমিটার দুরে অবস্থিত ফরিদপুরে নাজমুল হুদার স্ত্রী নাজনিন আখতার তাদের প্রথম সন্তানের জন্ম দেন ৷ কিন্তু জন্মানোর দু’ঘণ্টা পর চিকিৎসকেরা সদ্যজাতকে মৃত বলে ঘোষণা করে ৷ পরের দিন সকালে করব দিতে নিয়ে যাওয়া হয় শিশুটিকে ৷ গোটা রাত তাকে একটি বাক্সে রাখা হয় ৷

advertisement

পরের দিন সমস্ত ধর্মানুষ্ঠান, ক্রিয়াকলাপ শেষ হওয়ার পর তাকে করব দিতে যাওয়ার সময় কেঁদে উঠে শিশুটি ৷ তত্‍ক্ষণাত্‍ তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে ঢাকা নিয়ে যাওয়ার পরামর্শ দেন ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লন্ডন এবার পুরুলিয়ায়! ১-২ রকম নয় পাওয়া যাচ্ছে ২৫ রকমের কেক-পেস্ট্রি
আরও দেখুন

সদ্যজাতর দাদু আব্দুল কলাম জানান, ‘জন্মানোর পরই চিকিৎসকেরা তাকে ঢাকা নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন ৷ কিন্তু আর্থিক কারণে তারা নিয়ে যেতে পারেনি ৷ তবে শনিবার এক ব্যক্তি তাদের সাহায্য করতে এগিয়ে আসায় তারা শিশুটিকে ঢাকা নিয়ে যায় ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/ওপার বাংলা/
কবর দিতে গিয়ে কেঁদে উঠল সদ্যজাত শিশু