TRENDING:

ছোট পোশাকে ‘মায়াবিনী আইরিন’

Last Updated:

স্টাইলটাই আলাদা ৷ তাই একটু অহংকারটা বেশি ৷ তার ওপর সুন্দরী বলে কথা ৷ ঘুরিয়ে ফিরিয়ে কথা তো বলবেই ৷ এই যেমন, একজন হঠাৎ সুন্দরী নায়িকা আইরিনকে জিজ্ঞেস করে বসল, ‘তুমি এত ছোটো পোশাক পরেছো কেন?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ঢাকা: স্টাইলটাই আলাদা ৷ তাই একটু অহংকারটা বেশি ৷ তার ওপর সুন্দরী বলে কথা ৷ ঘুরিয়ে ফিরিয়ে কথা তো বলবেই ৷ এই যেমন, একজন হঠাৎ সুন্দরী নায়িকা আইরিনকে জিজ্ঞেস করে বসল, ‘তুমি এত ছোটো পোশাক পরেছো কেন?’ একটুও না ভেবে আইরিনের সোজা উত্তর, ‘আমি মডেল, আমি তারকা এটাই আমার স্টাইল !’ গল্পোটা পুরোটাই ফিল্মি ৷ চলছে আইরিনের নতুন ছবি ‘মায়াবিনী’র শ্যুটিং ৷ উপরের কথা গুলো ছবির সংলাপই ৷ এক মডেলের জীবন নিয়েই তৈরি হয়েছে এই ছবি ৷ পরিচালক আকাশ আচার্য্য ৷
advertisement

শ্যুটিংয়ের ফাঁকে আইরিন জানালেন, ‘সিনেমার আসার আগে আমি নিয়মিত মডেলিং করতাম ৷ এই ছবিতে অভিনয়ে এটা আমার খুব সাহায্য করবে ৷’ ছবিতে আইরিন ছাড়াও রয়েছেন কাজী হায়াত, অমিত হাসান, সিবা শানু ৷

বাংলা খবর/ খবর/বিদেশ/ওপার বাংলা/
ছোট পোশাকে ‘মায়াবিনী আইরিন’