TRENDING:

১৯৭১ সালের পর ভারতে একজনও অনুপ্রবেশ করেনি, দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

Last Updated:

সম্প্রতি পশ্চিমবঙ্গ সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফের দাবি করেন, বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ১৯৭১ সালের পর থেকে একজন বাংলাদেশিও ভারতে অনুপ্রবেশ করেনি৷ এমনই দাবি করলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান৷ বৃহস্পতিবার নিউজ ১৮-কে দেওয়া সাক্ষাৎকারে এমনই দাবি করেছেন তিনি৷
advertisement

সম্প্রতি পশ্চিমবঙ্গ সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফের দাবি করেন, বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হবে৷ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যেরই জবাব দিয়েছেন আসাদুজ্জামান৷ তিনি বলেন, 'আমি জোরের সঙ্গে দাবি করছি, ১৯৭১ সালের পর থেকে বাংলাদেশ থেকে একজনও বেআইনি ভাবে ভারতে প্রবেশ করেনি৷ ভারত আমাদের খুব ভাল বন্ধু এবং আমি মনে করি এই বিষয়গুলির প্রভাব দুই দেশের সম্পর্কে পড়বে না৷' এনআরসি এবং সিএএ ভারতের অভ্যন্তরীণ বিষয় বলেও মন্তব্য করেছেন তিনি৷

advertisement

ভারতে বিশেষত পশ্চিমবঙ্গ, অসমের মতো সীমান্তবর্তী রাজ্যগুলিতে এনআরসি এবং সিএএ-এর প্রভাব সবথেকে বেশি পড়ার সম্ভাবনা রয়েছে৷ এ বিষয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'এনআরসি এবং সিএএ নিয়ে আমরা বিন্দুমাত্র ভাবিত নই৷ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বেআইনি ভাবে কেউ ভারতে যাননি৷ দেশভাগের সময় কিছু মানুষ ভারতে চলে গিয়েছিলেন ঠিকই, কিন্তু তার পরে নয়৷'

advertisement

সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ খুব শিগগিরই কার্যকর হবে পশ্চিমবঙ্গে এসে দাবি করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ আর তা হলে পশ্চিমবঙ্গ, অসমের মতো রাজ্যগুলিতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের একটা বড় অংশ সমস্যায় পড়তে পারেন৷ কিন্তু অনুপ্রবেশের অভিযোগই মানতে চাননি আসাদুজ্জামান৷ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর পাল্টা প্রশ্ন, 'বাংলাদেশের মানুষ কেন ভারতে অনুপ্রবেশ করতে যাবেন? বাংলাদেশ তো একটা গরিব রাষ্ট্র নয় যে সেখান থেকে মানুষ অনুপ্রবেশ করে ভারতে গিয়ে আশ্রয় নেবেন৷ বর্তমানে আমাদের জিডিপি-র বৃদ্ধি এবং মাথা পিছু আয় যথেষ্ট ভাল৷ জীবনধারণের মানও বাংলাদেশে যথেষ্ট উন্নত৷'

advertisement

বাংলাদেশের সঙ্গে ভারতের ৪০৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে৷ এর মধ্যে ভারতের দিকে পশ্চিমবঙ্গে (২২১৬.৭ কিমি), অসমে (২৬৩ কিমি), মেঘালয়ে (৪৪৩ কিমি), ত্রিপুরা (৮৫৬ কিমি) এবং মিজোরামে ৯৩১৮ কিমি) সীমান্ত রয়েছে৷ তবে সীমান্তে অপরাধমূলক কার্যকলাপ রুখতে দুই দেশের বাহিনীরই প্রাণঘাতী উপায় অবলম্বন না করে অন্যভাবে সমস্যার সমাধান করা উচিত বলে মনে করেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Sujit Nath

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
১৯৭১ সালের পর ভারতে একজনও অনুপ্রবেশ করেনি, দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল