ঢাকায় জঙ্গি হামলার নেপথ্যে আসলে কে!
সন্দেহভাজনদের একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে র্যাব ৷ যাতে দেখা যাচ্ছে, চারজন সন্দেহভাজনের একটি দল হোলি আর্টিজনের সামনের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ৷ গোয়েন্দাদের অনুমান, ফুটেজে রূপোলি রঙের যে মাইক্রো বাসটি দেখতে পাওয়া যাচ্ছে, জঙ্গিরা ওতে করেই হোলি আর্টিজনে হামলা চালাতে এসেছিল ৷
advertisement
র্যাব তাদের ফেসবুক পেজে এই ভিডিওটি আপলোড করেছেন ৷ যাতে সব সাধারণ মানুষ ফুটেজটি দেখে সন্দেহভাজনদের শনাক্ত করতে সাহায্য করেন ৷ গোয়েন্দারা সবাইকে অনুরোধ করেছেন সন্দেহভাজনদের কোনও তথ্য জানা থাকলে তা তৎক্ষণাৎ পুলিশকে জানাতে ৷
রেস্তোরাঁর ভিতরে পণবন্দিদের নৃশংসভাবে কুপিয়ে খুন, নিহত ১ ভারতীয়
গত ১ জুলাই ঢাকার অভিজাত গুলশন এলাকার এক রেস্তোরাঁয় হামলা চালায় আইএস জঙ্গিরা ৷ বছরের ১৯-এর ভারতীয় মেয়ে তারিশি জৈন সহ ২০ জন পণবন্দিকে কুপিয়ে খুন করে জঙ্গিরা ৷ জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় বাংলাদেশ গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানীর ওসি সালাউদ্দিনের।
যদিও১৩ মিনিটের অপারেশন থান্ডারবোল্ট-এর মাধ্যমে রেস্তোরাঁকে জঙ্গিমুক্ত করে সেনা ৷ ১ জুলাই রাতে হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় মোট নয় জন জঙ্গি ৷ সেনার গুলিতে নিহত হয় ছয় জঙ্গি ৷