TRENDING:

ঢাকায় জঙ্গি হানায় মৃত ১ ভারতীয়, কোরান না বলতে পেরে জঙ্গির হাতে নিকেশ পণবন্দিরা

Last Updated:

বাংলাদেশে জঙ্গিদের হাতে মৃত ভারতীয় নাগরিক তারিষি জৈন। গুলশন এলাকার ওই রেস্তোরাঁয় জঙ্গিদের হাতে নিহত ২০ জন পণবন্দির মধ্যে একজন ছিলেন তারিষি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বাংলাদেশে জঙ্গিদের হাতে মৃত ভারতীয় নাগরিক তারিষি জৈন। গুলশন এলাকার ওই রেস্তোরাঁয় জঙ্গিদের হাতে নিহত ২০ জন পণবন্দির মধ্যে একজন ছিলেন তারিশি ৷ শুক্রবার রাত থেকে ক্যাফেতে পণবন্দী ছিলেন ১৯ বছরের তারিশি জৈন। ভোরের দিকে অভিযান চলাকালীন  মারা যান তারিশি। আই-কার্ড না থাকায় প্রথমে তারিশির পরিচয় জানা যায়নি। আমেরিকায় পড়াশুনা করা তারিশি ছুটিতে বাবা-মায়ের কাছে ঢাকায় এসেছিলেন। তারিশির মৃত্যুর কথা ট্যুইট করে জানান বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ৷
advertisement

তারিষি ছাড়াও সেসময় কাফেতে আরও একজন ভারতীয় উপস্থিত ছিলেন ৷ বিদেশমন্ত্রক সূত্রে খবর, তিনি এখন সুরক্ষিত ৷ তবে অসমর্থিত সূত্রে খবর, ঘটনার সময় রেস্তোরাঁয় উপস্থিত ছিলেন আরও তিন জন ভারতীয় ৷ তাদের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি ৷

advertisement

তারিশির বাবা সঞ্জীব জৈনকে ফোনে সমবেদনা জানিয়েছেন বিদেশমন্ত্রী ৷ ঢাকার একটি পোষাক তৈরির সংস্থার মালিক তারিশির বাবা সঞ্জীব জৈন। গত ২০ বছর ধরে ঢাকায় বসবাস করছে জৈন পরিবার। তারিশির বড় হওয়া, স্কুলও বাংলাদেশেও। গত বছর বার্কেলের উচ্চশিক্ষার জন্য যায় সে। গত মাসের ২৫ তারিখ ছুটিতে ঢাকায় আসে তারিশি। গত রাতে ক্যাফেতে ডিনার করতে গিয়েই সব শেষ ৷

advertisement

ছবি সৌজন্যে -এপি

প্রত্যক্ষদর্শীদের দাবি, ভোরের দিকে সেনা-জঙ্গি সংঘর্ষেই গুলি লাগে ১৯ বছরের ভারতীয় মেয়ের গায়ে। জঙ্গিদের গুলিতেই কী মৃত্যু? নিশ্চিত হওয়া যায়নি। ক্যাফেতে মৃতদের যে তালিকা প্রথমে হাতে আসে, তাতে কোনও ভারতীয়ের নাম ছিল না। পরে সামনে আসে তারিশির ঘটনা।

advertisement

রাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন বা RAB-র দাবি, গুলিবৃষ্টির মধ্যে পড়েই মৃত্যু হয় তারিশির। মেয়ের পণবন্দী থাকার খবর পেতেই ক্যাফের সামনে ছুটে গিয়েছিলেন বাবা। আশা ছিল, মেয়ের সঙ্গে দেখা হবেই। সন্ত্রাসের থাবায় সেই আশা আর সত্যি হল না।

এই ২০ জন পণবন্দির মধ্যে ১১ জনই বিদেশি নাগরিক ৷ তারিষি ছাড়া বাকিরা জাপান, শ্রীলঙ্কা, ইতালি,আর্জেন্টিনার বাসিন্দা ৷ আক্রান্ত রেস্তোরাঁয় অভিশপ্ত রাত কাটিয়েও বেঁচে ফেরা এক পণবন্দির সঙ্গে কথা বলে জানা গিয়েছে, জঙ্গিরা পণবন্দিদের ধরে ধরে তাদের কী ধর্ম, কোন দেশের বাসিন্দা তা জিজ্ঞেস করে ৷ তারপর সবাইকে আলাদা আলাদা করে কোরান থেকে বিভিন্ন প্রশ্ন করে এবং আয়াত মুখস্থ বলতে বলে ৷

advertisement

যারা তা বলতে পারেনি তাদের উপর নৃশংস অত্যাচার চালানো হয় এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয় ৷ তবে বাংলাদেশের কোনও নাগরিকের সঙ্গে জঙ্গিরা খারাপ ব্যবহার করেনি বলেই জানিয়েছেন ওই ব্যক্তি ৷ এমনকী বাকিদের জলটুকুও খেতে না দিলেও সন্ত্রাসবাদীরা বাংলাদেশিদের রাতের খাবার পর্যন্ত খেতে দেয় ৷

বাংলাদেশের জঙ্গি হামলার তীব্র নিন্দা করে ট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি লিখেছেন, ‘এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি ৷ বাংলাদেশের পাশে রয়েছে ভারত ৷ শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে ৷’

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/ওপার বাংলা/
ঢাকায় জঙ্গি হানায় মৃত ১ ভারতীয়, কোরান না বলতে পেরে জঙ্গির হাতে নিকেশ পণবন্দিরা