তখন রাত ৮টা বেজে ৪৫ মিনিট । হঠাৎই ৮-১০ জন যুবক ঢুকে পড়ল বেকারিতে। কিছু বুঝে ওঠার আগেই শূন্যে গুলি ছুঁড়তে শুরু করল তারা ৷ শুধু আগ্নেয়াস্ত্রই নয়, তাদের হাতে ছিল তলোয়ার ছোরাও ৷ রেস্তোরাঁয় উপস্থিত ছিলেন ২০ জন বিদেশিও ৷ জঙ্গি হামলা হয়েছে বুঝতে পেরেই টেবিলের তলায় আশ্রয় নিলেন তাঁরা ৷ জঙ্গিরা বোমাও ফাটাল তখন ৷ প্রচণ্ড শব্দে কেঁপে উঠল গোটা বেকারি !
advertisement
জঙ্গি হামলা শুরু হতেই অবশ্য প্রচণ্ড সাহসিকতার পরিচয় দিয়েছেন রেস্তোরাঁর সুপারভাইজার সুমন রেজা ৷ ছুটে চলে আসেন বেকারির ছাদে ৷ সঙ্গে ছিল এক ইতালীয় সহকর্মীও ৷ জঙ্গিরা তখনও বিস্ফোরণ ঘটিয়েই চলেছে ৷ কিছু না ভেবেই ছাদ থেকে ঝাঁপ দিলেন দু’জনে ! পড়লেন পাশের এক ভবনে ৷
নিজেরা পালিয়ে আসতে পারলেও সহকর্মীদের জন্য চিন্তা হচ্ছিল সুমনবাবুদের ৷ তাঁদেরকে ফোন করেও পাওয়া যাচ্ছিল না ৷ অবশেষে জঙ্গিদের মৃত্যুর খবরে ১২ ঘণ্টার উৎকণ্ঠার অবসান ৷ সহকর্মীরাও প্রাণে বেঁচে যাওয়ায় এখন খুশি সুমনবাবুর মতো প্রত্যেকই ৷