TRENDING:

মাঠেই খুন ক্রিকেটার !

Last Updated:

২২ গজে 'নো বল' নিয়ে বচসা। খেলা চলাকালীনই হাতাহাতি, তারপর একেবারে চরম পরিণতি। ১৬ বছরের ক্রিকেটারকে ক্রিকেট স্ট্যাম্প দিয়েই পিটিয়ে খুন করা হল। এমন নক্কারজনক ঘটনা ঘটল বাংলাদেশের রাজধানী ঢাকায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ঢাকা:  ক্রিকেট মাঠে এখন বলের আঘাতে মৃত্যুর ঘটনা প্রায়শই শোনা যাচ্ছে ৷ কিন্তু এবার আর দুর্ঘটনা নয়, খুনের ঘটনা ঘটল ক্রিকেট মাঠে ৷  ২২ গজে ‘নো বল’ নিয়ে বচসা ৷ আর তাতেই খুন করে ফেলা হল ক্রিকেটারকে ৷ ১৬ বছরের ক্রিকেটারটিকে স্টাম্প দিয়ে পিটিয়ে খুন করা হল ৷ ঘটনাটি ঘটেছে বাংলাদেশের রাজধানী ঢাকায় ৷ মৃতের নাম বাবুল সিকদার ৷ প্রত্যক্ষদর্শীরা জানায়, ম্যাচে উইকেটকিপিং করছিল বাবুল ৷ পরপর কয়েকটা নো বল হলে বচসা বাধে ৷ আর তাতেই স্টাম্প তুলে বাবুলের মাথায় সজোরে আঘাত করে ব্যাটসম্যান ৷  মাঠেই লুটিয়ে পড়ে বাবুল ৷ মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হয় ৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর ৷
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লন্ডন এবার পুরুলিয়ায়! ১-২ রকম নয় পাওয়া যাচ্ছে ২৫ রকমের কেক-পেস্ট্রি
আরও দেখুন
বাংলা খবর/ খবর/বিদেশ/ওপার বাংলা/
মাঠেই খুন ক্রিকেটার !