TRENDING:

মাঠের মধ্যেই স্টোকসের সঙ্গে ঝামেলায় জড়ালেন তামিম

Last Updated:

বড় রান পেলেও এদিন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকসের সঙ্গে ঝামেলা বাঁধে তামিমের ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লন্ডন: চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুটা হার দিয়েই হয়েছে বাংলাদেশের ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে  ৩০৫ রান করেও শেষপর্যন্ত জিততে ব্যর্থ মাশরাফিরা ৷ তবে এদিন বাংলাদেশের হয়ে বড় রান পেলেন ওপেনার তামিম ইকবাল ৷ তাঁর সেঞ্চুরির দাপটেই প্রথমে ব্যাট করে তিনশোর গণ্ডী টপকাতে সফল হয় বাংলাদেশ ৷ কিন্তু বড় রান পেলেও এদিন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকসের সঙ্গে ঝামেলা বেঁধে যায় তামিমের !
advertisement

বাংলাদেশের ইনিংসের ৩২তম ওভারে এদিন তামিম ইকবাল স্টোকসকে একটি বাউন্ডারি মারেন ৷ সেসময় হঠাৎই তামিমের পিঠ থাবড়ে দেন স্টোকস ৷ এতেই প্রচণ্ড রেগে যান তামিম ৷ শুরু হয়ে তর্কাতর্কি ৷ স্টোকসের ওভার শেষ হওয়ার পরেই আবার দু’জনের মধ্যে শুরু হয়ে যায় ঝামেলা ৷ বাংলাদেশের সমর্থকরাও স্টোকসকে গালিগালাজ করতে থাকে ৷ কিন্তু এত সবের মধ্যেও তামিমের সেঞ্চুরি আটকানো সম্ভব হয়নি  ৷ শেষপর্যন্ত ১২৮ রান করেন বাংলাদেশের বাঁ-হাতি ওপেনার ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাবা নেই, মা হাসপাতালের সাফাই কর্মী, মেয়ে ফুটবল পায়ে দেশের মুখ উজ্জ্বল করল বিশ্ব দরবারে
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিদেশ/ওপার বাংলা/
মাঠের মধ্যেই স্টোকসের সঙ্গে ঝামেলায় জড়ালেন তামিম