বেশ কয়েক মাস ধরেই বাংলাদেশের ভারত সফরের বিষয়টি ঝুলে ছিল। ভারতের একাধিক হোম সিরিজের মাঝে বাংলাদেশের জন্য সঠিক সময় পাওয়া যাচ্ছিল না। বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর এ দিন বলেন, “টেস্ট খেলিয়ে দেশের একেবারে প্রথম সারিতে থাকায় আমাদের দায়িত্ব সবাইকে সমান সুযোগ দেওয়ার। আগামী বছরের শুরুতে বাংলাদেশের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্টটি আয়োজিত হবে।” বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান বলেছেন, “এটি সবার জন্য স্মরণীয় অভিজ্ঞতা হতে চলেছে। ভারতে টেস্ট খেলার জন্য আমাদের অনেক দিনের অপেক্ষা শেষ হল, এখন সেলিব্রেট করার সময় ৷ ’’
advertisement
এদিকে ওয়েস্ট ইন্ডিজ সফরের পরেই ভারতীয় দলকে আমেরিকা সফরও করতে হবে এবার ৷ ভারত সফর মাঝপথে বাতিল করেছিল ওয়েস্ট ইন্ডিজ। যা নিয়ে কম জলঘোলা হয়নি ৷ তবে আর্থিক ক্ষতিপূরণের জন্য ক্যারিবিয়ান বোর্ডের প্রস্তাব মেনে নিল বিসিসিআই। মুম্বইয়ে বোর্ডের ওয়ার্কিং কমিটি বৈঠকে সিলমোহর পড়েছে ফ্লোরিডার টি২০ সিরিজে। ক্যারিবিয়ান বোর্ডের প্রস্তাব অনুযায়ী, দ্বীপপুঞ্জে টেস্ট সিরিজ শেষ হলেই হবে দু’ম্যাচের আন্তর্জাতিক টি২০ সিরিজ। এই প্রথমবার যুক্তরাষ্ট্রের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামবেন ধোনি-কোহলিরা। ২৭ এবং ২৮ অগাস্ট ফ্লোরিডায় টি২০ ফর্ম্যাটে বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দুটি ম্যাচ খেলবে কুম্বলের টিম ইন্ডিয়া।