শুধুমাত্র কক্সবাজারেই ঝড়ের দাপটে মৃত্যু হয়েছে ৫ জনের ৷ ভেঙে পড়েছে ২০ হাজারেরও বেশি বাড়ি ৷ বহু জায়গায় গাছ ভেঙে বন্ধ রাস্তাঘাট ৷ ঝড়ের দাপটে বিধ্বস্ত চট্টগ্রামও ৷ ভেঙে গিয়েছে বহু কাঁচাবাড়ি ৷ প্রবল বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে চাষেরও ৷ প্রায় ১০ হাজার হেক্টর ধান চাষে ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে ৷
advertisement
আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, বাংলাদেশ থেকে গতি পথ বদলে ‘মোরা’ এখন বেশ দুর্বল ৷ নিম্নচাপের আকার দেখে মনে করা হচ্ছে, ‘মোরা’ এখন ত্রিপুরা ও মিজোরামে ৷ বাংলাদেশ থেকে চলে গেলেও মোরার প্রভাবে রাজধানী ঢাকা-সহ দেশের বিভিন্ন জেলায় কয়েক দিন টানা বৃষ্টি হবে।
Location :
First Published :
May 31, 2017 10:02 AM IST