দ্বিতীয় দিনের খেলা শেষে স্কোর
#ওয়েলিংটন: নিউজিল্যান্ড সফর মানেই একসময় ছিল ব্যাটসম্যানদের জন্য ত্রাস ৷ আর খেলা যদি পড়ে ওয়েলিংটনের বেসিন রিজার্ভে, তাহলে তো কথাই নেই ৷ লাঞ্চের আগে এখানে ব্যাট করাই প্রচণ্ড সমস্যার হয়ে দাঁড়ায় ৷ অতীতে এই মাঠে তাবড় তাবড় ব্যাটসম্যানদের পেসারদের সামনে অসহায় আত্মসমর্পন করতে দেখা গিয়েছে বারবার ৷ দিন বদলেছে ৷ এখন হয়তো আর আগের মতো অতোটা ভয়ঙ্কর নেই বেসিন রিজার্ভের পিচ ৷ তাই এই মাঠে টানা দু’দিন ধরে ব্যাট করাটা যথেষ্ট কৃতিত্বেরই ৷ আর সেই কাজটাই সাফল্যের সঙ্গে করে দেখালেন মুশফিকর রহিম অ্যান্ড কোম্পানি ৷ প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ৫৪২ রান ৷ সৌজন্যে অবশ্যই শাকিব আল হাসান এবং অধিনায়ক মুশফিকর রহিমের ব্যাট ৷
advertisement
দেশের বাইরে গিয়ে একই ইনিংসে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরির ছড়াছড়ি ৷ এমন দৃশ্য বাংলাদেশ ক্রিকেটে অতীতে হয়তো খুব একটা দেখা যায়নি ৷ কিন্তু এবার ঠিক তেমনটাই ঘটল কিউইদের দেশে ৷ সীমিত ওভারের ক্রিকেটে নিজেদের দুর্দান্ত পারফরম্যান্সে আগেও বিশ্ব ক্রিকেটকে চমকে দিয়েছে বাংলাদেশ ৷ এবার টেস্ট ক্রিকেটেও সেটাই করে দেখাল তারা ৷ ওয়াগনারের বলে বোল্ড হওয়ার আগে মাত্র ২৭৬ বলে ২১৭ রান করে যান শাকিব আল হাসান ৷ অন্যদিকে ১৫৯ রান করে আউট হন অধিনায়ক মুশফিকর ৷
ভারতের মাটিতে টেস্ট সিরিজ় হেরে দেশের মাটিতে প্রথম টেস্ট খেলতে নেমেছে নিউজ়িল্যান্ড। প্রতিপক্ষ বাংলাদেশ। তাই খানিকটা স্বস্তিতেই ছিলেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠানোরক পরই তাঁর রাতের ঘুম যেন উড়ে গিয়েছে ৷ বোল্ট, সাউদি, ওয়াগনার বা সান্টনারের মতো বিশ্বমানের বোলাররাও বাংলাদেশ ব্যাটসম্যানদের বাগে আনতে পারছেন না !