TRENDING:

৪ বলে ৯২ রান! এমনই ঘটনা ঘটল বাংলাদেশের ক্রিকেটে

Last Updated:

এমনই আজব কাণ্ড ঘটল বাংলাদেশে ৷ এমন স্কোরকার্ড দেখে প্রায় মাথা চুলকানোর অবস্থা ক্যালকুলাসেরও ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ঢাকা: এমনই আজব কাণ্ড ঘটল বাংলাদেশে ৷ এমন স্কোরকার্ড দেখে প্রায় মাথা চুলকানোর অবস্থা ক্যালকুলাসেরও ৷ মাত্র চার বলে হয়েছে ৯২ রান ৷ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজিত দ্বিতীয় বিভাগের সুপার লীগের একটি ম্যাচে এমন অদ্ভুত ঘটনা ঘটল ৷
advertisement

জানলে আরও আশ্চর্য হবেন এমন তাক লাগানো ঘটনা ঘটার পিছনে ব্যাটসম্যানের কোনও প্রশংসনীয় ভূমিকাই ছিল না ৷ যা কাজ করার করেছেন বোলার ৷

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে চলছিল দ্বিতীয় বিভাগের সুপার লীগের একটি ম্যাচ ৷ এই ম্যাচে মুখোমুখি হয় লালমাটিয়া ক্লাব ও এক্সিওম ক্রিকেটার্স। ম্যাচে লালমাটিয়া আগে ব্যাটে গিয়ে ৮৮ রানে অলআউট হয়। জবাবে মাত্র ৪ বলে বিনা উইকেটে জয় তুলে নেয় এক্সিওম ক্রিকেটার্স।

advertisement

লালমাটিয়ার তরফে বল করতে এসে এই পিলে চমকানো কাণ্ডটি করেছেন ওপেনিং বোলার সুজন মাহমুদ ৷ তাঁর ৪ বলের ৯২ রানের মধ্যে ব্যাট থেকে এসেছে মাত্র ১২ রান। বাকি ৮০ রান এসেছে ওয়াইড ও নো থেকে। কিন্তু কেন এমন করলেন সুজন? ক্লাব ক্রিকেটের সেকেন্ড ডিভিশনে খেলা বোলারের এমন হাল!

আসল ঘটনা জানা গেল ক্রিকেটারদের থেকে ৷ আসলে ৪ বলে ৯২ রান দিয়ে অখাদ্য আম্পায়ারিংয়ের প্রতিবাদ জানিয়েছেন সুজন ৷ মাঠে নামার আগে থেকেই নাকি লালমাটিয়ার ক্রিকেটার ও কর্মকর্তারা জানতেন যে তারা ভালো খেললেও এই ম্যাচ জিততে পারবেন না ৷ পূর্বাভাস যে সত্যি তা ম্যাচ শুরু কয়েক মিনিটের মধ্যেই পরিষ্কার হয়ে যায় ৷

advertisement

ম্যাচের স্কোর বোর্ড

লালমাটিয়ার অভিযোগ টসের সময়ে তাদের কয়েন পর্যন্ত দেখতে দেননি আম্পায়ার ৷ খেলা শুরুর মাত্র ৯ রানের মধ্যেই তাদের ৪ জন ব্যাটসম্যান আউট হয়ে যান । বেশিরভাগ সিদ্ধান্তই ছিল সন্দেহজনক ৷ স্টাম্পে না থাকা বলে এলবি, দ্বিতীয় ওভারে ব্যাটে না লাগার পরও কটবিহাইন্ড দেন আম্পায়ার ৷ লাইন পেরিয়ে ক্রিজে ঢুকে যাওয়া সত্ত্বেও আম্পায়ারের রান আউটের সিদ্ধান্তে পুরোপুরি নিশ্চিত হয়ে যায় লালমাটিয়া। ৮৮ রানে অল আউট হয়ে যায় তারা ৷

advertisement

জবাবে এক্সিওম ক্রিকেটার্স ব্যাট করতে নামলে আম্পায়ারের এমন আচরণের প্রতিবাদে প্রথম থেকেই উল্টোপাল্টা বল করতে শুরু করে লালমাটিয়ার উদ্বোধনী বোলার সুজন মাহমুদ। মাঠে উপস্থিত দর্শকেরা জানিয়েছেন, পেসার সুজন লেগস্টাপের অনেকটা বাইরে দিয়ে বল করতে থাকেন ৷ লেগস্টাম্পের থেকে বলের দূরত্ব এতটাই যে উইকেট কিপারও বলগুলি ধরতে পারছিলেন না ৷ প্রতিটা ওয়াইড বলে বাউন্ডারি হয় ৷ অর্থাৎ বল পিছু যোগ হয় পাঁচ রান ৷ এভাবে গোটা ম্যাচে ১৫ নো বল ও ৬৫ টা ওয়াইড বল করেছেন মাহমুদ ৷ ব্যাটসম্যান করেন ১২ রান ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হাজারদুয়ারি এলে কেন গাইড নেওয়া প্রয়োজন, যাওয়ার আগে জানুন
আরও দেখুন

এইভাবেই ৮৮ রানের জবাবে এক্সিওম ক্রিকেটার্সের স্কোর বোর্ডে ৪ বলের পাশে যোগ হয় ৯২ রান ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/ওপার বাংলা/
৪ বলে ৯২ রান! এমনই ঘটনা ঘটল বাংলাদেশের ক্রিকেটে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল