TRENDING:

শ্যুটিং ফ্লোর থেকে হঠাৎ গায়েব সুন্দরী মাহি !

Last Updated:

ওমা ! কোথায় গেলেন ? এই তো ছিলেন চেয়ারে বসে ! গোটা শ্যুটিং ফ্লোরে হট্টগোল ৷ খুঁজেই পাওয়া যাচ্ছে না ঢালিউডের সুন্দরী নায়িকা মাহিকে ৷ শ্যুটিং ফ্লোর থেকে হঠাৎই গায়েব তিনি ! ঘটলটা কি ?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ঢাকা: ওমা ! কোথায় গেলেন ? এই তো ছিলেন চেয়ারে বসে ! গোটা শ্যুটিং ফ্লোরে হট্টগোল ৷ খুঁজেই পাওয়া যাচ্ছে না ঢালিউডের সুন্দরী নায়িকা মাহিকে ৷ শ্যুটিং ফ্লোর থেকে হঠাৎই গায়েব তিনি ! ঘটলটা কি ?
advertisement

অনেক খুঁজেপেতে মাহিকে পাওয়া গেলেও, ক্ষেপে বোম সুন্দরী মাহি ৷ বেশি জানতে গেলেই ফেটে পড়বেন সেই ভয়ে, কাছে যাচ্ছিলেন না কেউ-ই ৷ শেষমেশ মাহি নিজেই খুললেন মুখ ৷ সোজাসুজি বললেন, ‘শ্যুটিং ফ্লোরে আয়োজনটা একদম ঠিকঠাক নেই ৷ কোনও মেকআপ রুম নেই ৷ টয়লেট নেই ৷ এমনকী, প্রোডকশনের লোকজনও আমার সঙ্গে ভালো ব্যবহার করছে না ৷ এসব দেখেই মেজাজ ঠিক রাখতে পারেনি ৷ তাই শ্যুটিং ফ্লোর থেকে চলে এসেছি ৷’

advertisement

আরিফিন শুভ ও মাহি জুটির ‘ঢাকা অ্যাটাক’ ছবির শ্যুটিং হওয়ার সময়ই মাহি ঘটালেন এই কাণ্ড ৷ তবে পরিচালকের বুঝিয়ে-সুজিয়ে, বিকেলের দিকে মাহিকে রাজি করিয়েছেন শ্যুটিং করতে !

বাংলা খবর/ খবর/বিদেশ/ওপার বাংলা/
শ্যুটিং ফ্লোর থেকে হঠাৎ গায়েব সুন্দরী মাহি !