TRENDING:

India Pakistan: সময় এসে গিয়েছে! চিনের থেকে বাঁচতে ভারতের সাহায্য প্রার্থনায় জয়শঙ্করকে চিঠি লিখলেন পাকিস্তানের নেতা

Last Updated:

India Pakistan Balochistan: বালোচ নেতা মির ইয়ার বালোচ এক খোলা চিঠি লিখেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে। সেখানে তিনি ভারতকে অনুরোধ করেছেন গণপ্রজাতন্ত্রী বালোচিস্তানের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে, সেই সঙ্গে পাকিস্তান-চিনের জোট থেকে বাড়তে থাকা হুমকির ব্যাপারে সতর্ক করেছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আর এই বিষয়টা একদমই ভাল চোখে দেখছে না নয়াদিল্লি। এই বিষয় ইতিমধ্যেই আন্তর্জাতিক স্তরে যাওয়ার তোড়জোড় শুরু করেছে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
আর এই বিষয়টা একদমই ভাল চোখে দেখছে না নয়াদিল্লি। এই বিষয় ইতিমধ্যেই আন্তর্জাতিক স্তরে যাওয়ার তোড়জোড় শুরু করেছে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
advertisement

বালোচ নেতা মির ইয়ার বালোচ এক খোলা চিঠি লিখেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকেসেখানে তিনি ভারতকে অনুরোধ করেছেন বালোচিস্তানের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে, সেই সঙ্গে পাকিস্তান-চিনের জোট থেকে বাড়তে থাকা হুমকির ব্যাপারে সতর্ক করেছেন। ১ জানুয়ারি, X-এ প্রকাশ্যে এই চিঠি শেয়ার করা হয়েছে, যেখানে মির ইয়ার বালোচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ট্যাগও করেছেন, যাতে তিনি ভারতের সমর্থন পান।

advertisement

আরও পড়ুন: ‘আমরা দিলীপ ঘোষ ও বিজেপির বিরোধী, কিন্তু তপন সিকদারের পরে উনি একমাত্র সফল’! বললেন কুণাল ঘোষ

চিঠিতে, বালোচ নেতা ভারতের জনগণকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন এবং মোদি সরকারের নিরাপত্তা নীতির প্রশংসা করেছেন, বিশেষ করে Pakistan-সমর্থিত সন্ত্রাসবাদের বিরুদ্ধে গত বছরের Operation Sindoor-এ নেওয়া কঠোর পদক্ষেপের কথা উল্লেখ করেছেন। চিঠিতে মির ইয়ার বালোচ ভারত ও Balochistan-এর মধ্যে গভীর সভ্যতাগত সম্পর্কের কথাও উল্লেখ করেছেন, হিংলাজ মাতা মন্দির (ননি মন্দির নামেও পরিচিত) এবং হিংলাজ জাতীয় পার্কএ অবস্থিত এই মন্দিরকে দুই অঞ্চলের জন্য একটি পবিত্র স্থান হিসেবে তুলে ধরেছেন।

advertisement

তিনি এই মন্দিরকে দুই অঞ্চলের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও আধ্যাত্মিক সংযোগের জীবন্ত প্রতীক হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন, এই সম্পর্ক শুধু নিরাপত্তা নয়, আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার পক্ষে যুক্তি জোগায়।

চিঠির একটি বড় অংশে PakistanChina কৌশলগত জোটের কথা বলা হয়েছে, যেটিকে Mir Yar Baloch গুরুতর ও আসন্ন বিপদ বলে উল্লেখ করেছেন। তিনি সতর্ক করেছেন, ChinaPakistan Economic Corridor (CPEC) এখন “চূড়ান্ত পর্যায়ে” পৌঁছে গেছে এবং দাবি করেছেন, স্থানীয় প্রতিরোধ অব্যাহত থাকলে China, Balochistan-এ সামরিক বাহিনী মোতায়েন করতে পারে। তিনি বলেছেন, এমন কিছু হলে শুধু Balochistan নয়, ভারতও সরাসরি নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে পড়বে।

advertisement

আরও পড়ুন: উত্তরবঙ্গে তুষারপাত হলেও দক্ষিণবঙ্গে এসব জেলায় পড়বে গরম, শুক্রবার থেকেই বাড়বে তাপমাত্রা

এই আবেদন এসেছে এমন সময়ে, যখন Balochistan ও তার আশেপাশে অস্থিরতা অব্যাহত রয়েছে, যেখানে Baloch অধিকারকর্মীরা দীর্ঘদিন ধরে Pakistan-কে জোরপূর্বক গুম, সামরিক দমন এবং পরিকল্পিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করে আসছেন। বছরের পর বছর ধরে, Pakistani নিরাপত্তা বাহিনী ও Baloch বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলির মধ্যে সংঘর্ষ বেড়েছে, এবং পরিকাঠামো প্রকল্প ও চীনা-সংযুক্ত সম্পত্তিতে হামলার ঘটনা বাড়ছে।

advertisement

মির ইয়ার বালোচের চিঠিতে পাকিস্তানের বিরুদ্ধে দখলদারি ও রাষ্ট্র-সমর্থিত সহিংসতার অভিযোগ করা হয়েছে এবং বলা হয়েছে, বালোচ জনগণ প্রায় আট দশক ধরে রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক নিয়ন্ত্রণ ও আত্মনিয়ন্ত্রণ থেকে বঞ্চিত। তিনি ভারতের সঙ্গে “বাস্তবসম্মত ও পারস্পরিক সহযোগিতা”-র আহ্বান জানিয়েছেন এবং বলেছেন, যৌথ হুমকির মোকাবিলায় কার্যকর পদক্ষেপ দরকার।

সেরা ভিডিও

আরও দেখুন
গোলাপে গোলাপে ছয়লাপ! হাইব্রিড, মিনিয়েচার, ক্লাইম্বিং...এত গোলাপ কোথায় পাওয়া যাচ্ছে?
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
India Pakistan: সময় এসে গিয়েছে! চিনের থেকে বাঁচতে ভারতের সাহায্য প্রার্থনায় জয়শঙ্করকে চিঠি লিখলেন পাকিস্তানের নেতা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল