পরীমণির অভিযোগ, পুলিশে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি ৷ তাই অবশেষে প্রকাশ্যেই মুখ খুলতে বাধ্য হয়েছেন তিনি ৷ ফেসবুক পোস্টের কয়েক ঘণ্টার পর সাংবাদিকদের পরী জানান, তাঁকে হত্যা ও ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত ব্যক্তির নাম। অভিনেত্রী জানান, তাঁর ওপর নারকীয় অত্যাচার চালিয়েছেন নাসির উদ্দিন মাহমুদ নামের এক ব্যক্তি।
advertisement
পরী জানান, ঘটনাটি ঘটে চার দিন আগে ঢাকার বোট ক্লাবে। এই ক্লাবের একজন পরিচালক নাসির উদ্দিন মাহমুদ। তিনি উত্তরা ক্লাবের প্রেসিডেন্টও ছিলেন বলে জানিয়েছেন অভিনেত্রী ৷
পরীমণি বলেন, ‘বেশ ক’দিন ধরেই এই মিটিংয়ের কথা চলছিল। কিন্তু আমি আগ্রহ পাচ্ছিলাম না। ওর অনুরোধেই শেষপর্যন্ত ওই দিন রাতে মিটিং করতে যাই। যাওয়ার পর যা ঘটেছে সেটা আর বলে বোঝাতে পারবো না।’
ভিডিও সৌজন্যে- Channel 24
পরী জানান, সেদিন রাতে তাকে পানীয়র সঙ্গে কিছু একটা খাওয়ানো হয়েছিল। কারণ, সারাক্ষণ তিনি প্রচণ্ড অস্থির আর অস্বস্তি অনুভব করছিলেন। নিরুপায় হয়ে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি লিখেছেন তিনি। চিঠিতে পরীমণির সাফ বয়ান, ‘‘আমি মেয়ে, আমি নায়িকা, তার আগে আমি মানুষ। আমি চুপ করে থাকতে পারি না। আজ আমার সাথে যা হয়েছে তা যদি আমি কেবল মেয়ে বলে, লোকে কী বলবে এই গিলানো বাক্য মেনে নিয়ে চুপ হয়ে যাই, তাহলে অনেকের মতো (যাদের অনেক নাম এক্ষুণি মনে পরে গেল) তাদের মতো আমিও কেবল তাদের দল ভারী করতে চলেছি হয়তো।’’