TRENDING:

বাংলাদেশে মাদকবিরোধী অভিযানে মৃতের সংখ্যা বেড়ে ১০৭, গ্রেফতার কমপক্ষে ৭ হাজার

Last Updated:

বাংলাদেশ জুড়ে মাদকবিরোধী অভিযানে পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে আট জেলায় আরও ১১ জন নিহত হয়েছেন। অভিযানের সময় অস্ত্র, গুলি ও ইবাবাসহ মাদকদ্রব্য উদ্ধার হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ঢাকা: বাংলাদেশ জুড়ে মাদকবিরোধী অভিযানে পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে আট জেলায় আরও ১১ জন নিহত হয়েছেন। অভিযানের সময় অস্ত্র, গুলি ও ইবাবাসহ মাদকদ্রব্য উদ্ধার হয়েছে।
advertisement

বাংলাদেশের এক সংবাদপত্রকে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত চলা পুলিশের বন্দুকযুদ্ধে কুমিল্লায় ২ জন, ভালুকায় ১ জন, যশোরে ২ জন, সাতক্ষীরায় ১ জন, কুষ্টিয়ায় ২ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১ জন, নারায়ণগঞ্জে ১ জন ও ঠাকুরগাওয়ে একজন নিহত হয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে অভিযান শুরুর পর এ নিয়ে গত ১৫ দিনে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১০৭ জন।

advertisement

বাংলাদেশের সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, পুলিশের দাবি, নিহতরা সবাই মাদক ব্যাবসায়ী। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তবে তাদের বক্তব্য ও ঘটনার বিবরণ নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন রাজনৈতিক দল ও মানবাধিকার সংগঠনগুলো।

ঢাকার যাত্রাবাড়িতে অভিযান চালিয়ে সন্দেহভাজন মাদকব্যবসায়ীদের আটক করা হয়

প্রধানমন্ত্রীর নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী চলতি মাসে মাদকবিরোধী অভিযান শুরুর পর প্রতি রাতেই বহু মানুষ বন্দুকযুদ্ধে নিহত হচ্ছে। রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আমি মনে করি, আমরা অল আউট যুদ্ধে নেমেছি। এ যুদ্ধে আমাদের জয়ী হতেই হবে।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাবা নেই, মা হাসপাতালের সাফাই কর্মী, মেয়ে ফুটবল পায়ে দেশের মুখ উজ্জ্বল করল বিশ্ব দরবারে
আরও দেখুন

কতদিন এই অভিযান চলবে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যে পর্যন্ত আমরা নিয়ন্ত্রণ করতে না পারব, সেই পর্যন্ত অভিযান চলবে। নির্দিষ্ট সময়-সীমা এটার মধ্যে নেই।’

বাংলা খবর/ খবর/বিদেশ/
বাংলাদেশে মাদকবিরোধী অভিযানে মৃতের সংখ্যা বেড়ে ১০৭, গ্রেফতার কমপক্ষে ৭ হাজার