৩৩ বছরের নূর এর আগেও একাধিকবার সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছেন। তিনি বলেছেন, ওবামার শাসনকালে বহরে বেড়েছে আইসিস। তারা ইউরোপে এসে একের পর এক হামলা চালিয়েছে। কিন্তু তাঁর বিশ্বাস ট্রাম্প তা হতে দেবেন না। এ বিশ্বাসের কারণও আছে। নূরের মনে হয়, ট্রাম্প সন্ত্রাসবাদকে একেবারে গোড়া একে নির্মূল করেছেন। হামলা চালানোর আগেই ট্রাম্প জঙ্গিদের নিকেশ করেছেন বলে আমেরিকা আগের থেকে এখন অনেক বেশি নিরাপদ। তিনি নিজেও একাধিকবার আমেরিকা গিয়েছেন বলে জানিয়েছেন নূর। তাঁর বক্তব্য, যেদিন থেকে ট্রাম্প প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়ন জমা করেছেন, সেদিন থেকে তিনি তাঁর সমর্থক। ছোটবেলা থেকে আমেরিকা যাওয়ার অভিজ্ঞতা থাকায় তিনি দেখেছেন, কীভাবে ট্রাম্পের জমানায় পরিস্থিতি পাল্টেছে। তিনি বলেছেন, ‘আমি দূর থেকে দেখেও ওঁর কাজকর্মকে শ্রদ্ধ না করে পারি না। আমার মনে হয়, আমেরিকার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। শুধু আমেরিকা নয়, গোটা পশ্চিমের সভ্যতার জন্য ট্রাম্পের আবার প্রেসিডেন্ট হওয়া দরকার।
advertisement