TRENDING:

করোনা আক্রান্ত উহানে মৃত্যুমুখে হাজার হাজার পোষ্য, দরজা ভেঙে উদ্ধার করছে পশুপ্রেমী দল

Last Updated:

করোনা ভাইরাসের কেন্দ্র চীনের উহান প্রদেশ৷ গোটা শহরকে অবরুদ্ধ করে দিয়েছে চীনা সরকার৷ যাঁরা এই রোগ ছড়িয়ে পড়ার পর শহর ছেড়েছিলেন, তাঁরা আর কেউই প্রায় শহরে ফেরেননি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উহান: করোনা ভাইরাসের কেন্দ্র চীনের উহান প্রদেশ৷ গোটা শহরকে অবরুদ্ধ করে দিয়েছে চীনা সরকার৷ যাঁরা এই রোগ ছড়িয়ে পড়ার পর শহর ছেড়েছিলেন, তাঁরা আর কেউই প্রায় শহরে ফেরেননি৷ ফেরেননি বলা ভুল, প্রশাসন ফিরতে দেয়নি৷ আর তাঁদের বাড়িতেই একলা রয়ে গেছে তাঁদের পোষ্যরা৷ তাই আক্রান্ত উহান থেকে পোষ্যদের উদ্ধার করতে দল বেঁধে যাচ্ছে একাধিক পশুপ্রেমী সংস্থা৷ আর গিয়ে যেটা দেখছেন তাঁরা, তা দেখে চোখে জল আসছে সকলের৷
advertisement

অবরুদ্ধ বাড়িতে খাবার নেই, জল নেই, একমাসের বেশি সময় ধরে বাড়িতে আটকে রয়েছে কুকুর, বেড়াল৷ অনেক পোষ্যই হয়ত জানে কোথায় তাঁদের জন্য প্যাকেটজাত খাবার থাকে, তারা সেই খাবারের প্যাকেট ছিড়ে খাওয়ার চেষ্টা করছে৷ কিন্তু তাতে আর কতটুকু হয়! একের পর এক বাড়িতে এই দৃশ্য দেখে অনেকেই চোখের জল ধরে রাখতে পারেননি৷

advertisement

একাধিক পশুপ্রেমী সংস্থা জানিয়েছে, উহানে প্রায় ২০ হাজার পশু আটকে পড়ে আছে৷ তাঁদের উদ্ধার করতে ১০ দল কাজ করছে৷ তাঁদের কেউ কেউ জানিয়েছে, অনেকে ফোন করে বলছেন, তাঁদের বাড়িতে পোষ্য আটকে পড়ে আছে৷ তাদের যেন উদ্ধার করে আনা হয়৷ কেউ বলছেন পোষ্যকে বন্ধুর বাড়ি, শেল্টারে পৌঁছে দিতে৷ অনেকেই অবশ্য নিজের কাছেই ফিরিয়ে নিচ্ছেন পোষ্যকে৷

advertisement

এখনও পর্যন্ত ২ হাজার পোষ্যকে উদ্ধার করা হয়েছে৷ আরেকটি দল জানিয়েছে, তারা এখনও ৫০০ বাড়ি থেকে পোষ্যদের উদ্ধার করেছেন৷ আরও ৪০০ বাড়ি থেকে এখনও উদ্ধার কাজ করা বাকি আছে৷ দ্রুত সেই কাজ করে ফেলা হবে৷ এই দলটি এক সপ্তাহে ৬০০ পোষ্যকে উদ্ধার করেছে বলে জানিয়েছে৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
করোনা আক্রান্ত উহানে মৃত্যুমুখে হাজার হাজার পোষ্য, দরজা ভেঙে উদ্ধার করছে পশুপ্রেমী দল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল