পাকিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন মৌসুমী বৃষ্টিপাত শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ১ হাজার ৩০০ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে। কারণ এখনও পর্যন্ত বন্যার কারণে দেশের পাহাড়ী এলাকার গ্রামগুলির সঙ্গে যোগাযোগ করা যায়নি। কয়েক-শ পাহাড়ী গ্রাম এখনও বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।
বিভিন্ন পাকিস্তানি সেলিব্রিটিরা তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সাহায্য চেয়েছেন। সম্প্রতি পাক অভিনেত্রী মেহউইশ হায়াত বলিউড সেলিব্রিটিদের তোপ দেগেছিলেন সরাসরি। পাকিস্তানে তাঁদের অনুরাগীদের সমর্থন বা যত্নের অভাবের জন্য কোনও বার্তা বা সাহায্য নেই। হতাশ হয়েছিলেন অভিনেত্রী।
advertisement
আরও পড়ুন: ভাবতে পারছেন পঙ্কজ ত্রিপাঠির বছরে দু'দিন জন্মদিন! গোপন কথা ফাঁস করলেন নিজেই
তারপরেই পাকিস্তানের বন্যার জন্য অনিল কাপুর ৫ কোটি টাকা দান করেছেন বলে খবর ছড়ায়। সোশ্যাল মিডিয়ায় ঠিক এইরকমই এক রিপোর্ট ভাইরাল হতে থাকে।
সত্য হাই সনাতন নামের একটি টুইটার হ্যান্ডেলে লিখেছেন, “অনিল কাপুর পাকিস্তানের বন্যার জন্য ৫ কোটি টাকা দান করেছেন। ভারতের কোনও মন্দিরে সেই টাকা দিলে সমস্যা কি ছিল?" তবে খবরটা একেবারেই সত্যি নয়।
আরও পড়ুন: থ্যাচার, মে-এর পর তৃতীয় মহিলা প্রধানমন্ত্রী পেল ব্রিটেন! চিনে নিন লিজ ট্রাসকে
অর্থসাহায্যের কথা নিমেষে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। যদিও পরে জানা যায় এই খবরের কোনও সত্যতা নেই। অনিল কাপুর পাকিস্তানের বন্যায় কোনও আর্থিক সাহায্য করেননি। শুধু অনিল কাপুর নন, রণবীর কপুর ও আলিয়া ভাটকে নিয়েও একই ধরণের গুজব রটে গিয়েছিল।