TRENDING:

৫০ দশকেরও বেশি সময় স্নান করতেন না, ৯৪ বছর বয়সে প্রয়াত বিশ্বের ‘নোংরাতম’ ব্যক্তি

Last Updated:

Amou Haji: নোংরা ও মালিন্যকে আব্রু করে থাকা সেই আমৌ প্রয়াত হলেন৷ বয়স হয়েছিল ৯৪ বছর৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দেশকালের বেড়াজাল ভেঙে তিনি শিরোনামে এসেছিলেন৷ খ্যাতির কারণ ছিল, তিনি বিশ্বের ‘নোংরাতম’ ব্যক্তি৷ পূতিগন্ধের মলিনতা তাঁকে ঘিরে থাকত সবসময়৷ কারণ ইরানের আমৌ হাজি স্নান করতেন না অর্ধশতকেরও বেশি সময়৷ নোংরা ও মালিন্যকে আব্রু করে থাকা সেই আমৌ প্রয়াত হলেন৷ বয়স হয়েছিল ৯৪ বছর৷
ইরানের আমৌ হাজি স্নান করতেন না অর্ধশতকেরও বেশি সময়
ইরানের আমৌ হাজি স্নান করতেন না অর্ধশতকেরও বেশি সময়
advertisement

ইরানের দক্ষিণ অংশে ফারস এলাকায় তাঁর নিজের গ্রাম দেজগাহতে মৃত্যু হয় অকৃতদার আমৌয়ের৷ জানানো হয়েছে সংবাদ সংস্থার তরফে৷ আমৌয়ের আশঙ্কা ছিল স্নান করলে তিনি অসুস্থ হয়ে পড়বেন৷ সেই আতঙ্ক থেকেই তিনি ৫০ বছরেরও বেশি সময় ধরে স্নানই করেননি৷ তবে কিছু মাস আগেই অসাধ্যসাধন করেছিলেন আমৌয়ের গ্রামের বাসিন্দারা৷ তাঁরা বাথরুমে নিয়ে গিয়ে স্নান করিয়েছিলেন আমৌকে৷

advertisement

আরও পড়ুন : দেখা গেল বছরের শেষ সূর্যগ্রহণ, ভারতে এর পরের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কবে, জানুন দিনক্ষণ

আমৌ ভালবাসতেন পাইপ টানতে। তবে সেখানে ভরা থাকত বিভিন্ন পশুর বর্জ্য পদার্থ। তামাকের বদলে তার ধোঁয়াতেই সুখটান পেতেন এই বৃদ্ধ। তবে স্নান না করলেও প্রচুর জলপান করতেন তিনি। একটা মরচে ধরা পাত্র থেকে সারাদিনে তিনি পাঁচ লিটার জলপান করতেন। চুলদাড়িও কাটতেন না তিনি। খুব বড় হয়ে গেলে নিতান্ত দরকার পড়লে চুল পুড়িয়ে ফেলতেন। তাঁর প্রিয় খাবার ছিল সজারুর পচা মাংস। ঠান্ডায় কষ্ট পেলে মাথায় পরে নিতেন পুরনো আমলের শিরস্ত্রাণ। বেশিরভাগ দিন মাটির নীচে গর্তে ঘুমোতেন আমৌ৷ অনেক সময় খোলা আকাশের নীচে সবুজ মাঠেও শুয়ে পড়তেন রাতে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তাঁকে নিয়ে একটি ছোট তথ্যচিত্রও তৈরি হয়েছে৷ ‘দ্য স্ট্রেঞ্জ লাইফ অব আমৌ হাজি’ নামে সেই তথ্যচিত্র মুক্তি পেয়েছিল ২০১৩ সালে৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
৫০ দশকেরও বেশি সময় স্নান করতেন না, ৯৪ বছর বয়সে প্রয়াত বিশ্বের ‘নোংরাতম’ ব্যক্তি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল