শুক্রবার থেকেই লাগাতার প্রবল বর্ষণে বিধ্বস্ত আমেরিকার টেক্সাসের বিস্তীর্ণ এলাকা। ওই প্রদেশের দক্ষিণ-পশ্চিমে গুয়াদুলুপে নদীতে হড়পা বান আসায় জলের তোড়ে ভেসে যান বহু মানুষ। শনিবার সংবাদসংস্থা থেকে জানা যায়, ২৪ জনের দেহ উদ্ধার হয়েছে। কিন্তু, বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ভয়াবহ চিত্র সামনে আসতে শুরু করে। একইসঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে মৃতের সংখ্যাও।
advertisement
আরও পড়ুন: অনেক হয়েছে আর নয়! ২৫ বছর পর পাকিস্তান থেকে পাকাপাকিভাবে ব্যবসা গোটাল মাইক্রোসফ্ট…
সপ্তাহান্তে ‘সামার ক্যাম্প’করতে নদীর ধারে ছিল স্কুলের ছাত্রীরা। জলের তোড়ে ভেসে যায় অনেকেই। খোঁজ পাওয়া যায়নি ২৭ জনের। ২৭ জন ছাত্রী ছাড়াও নিখোঁজ এখনও অনেকেই।
অন্যদিকে, বন্যার সতর্কতা সঠিকভাবে দেওয়া হয়নি সেই কথা স্বীকার করে নেওয়া হয়েছে টেক্সাস প্রশাসনের পক্ষ থেকে। এই প্রসঙ্গে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানিয়েছেন, ইতিমধ্যেই হোয়াইট হাউসের কাছে এই বিপর্যয় পরিস্থিতি মোকাবিলার জন্য আর্জি জানানো হয়েছে। তাঁর আর্জি মেনে জরুরি পদক্ষেপের আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।