TRENDING:

Sheikh Hasina: আরও বিপাকে হাসিনা, বড় সিদ্ধান্ত নিয়ে নিল আমেরিকা! এবার কী করবেন?

Last Updated:

গতকাল বাংলাদেশ থেকে পালিয়ে এসে ভারতে সাময়িক আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা৷ ইউরোপের একাধিক দেশে রাজনৈতিক আশ্রয়ের সম্ভাবনা খতিয়ে দেখছেন তিনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা বাতিল করল আমেরিকা৷ বাংলাদেশের বিরোধী শিবিরের সূত্র উদ্ধৃত করে এমনই দাবি করা হচ্ছে৷ শেখ হাসিনা প্রতি বরাবরই বিরূপ মনোভাব পোষণ করত আমেরিকা৷ হাসিনার ক্ষমতায় থাকার বিরুদ্ধেই ছিল তারা৷ শুধু আমেরিকা নয়, পশ্চিমের একাধিক দেশের অবস্থানও আমেরিকার মতোই ছিল৷
বিপাকে শেখ হাসিনা৷ ছবি- রয়টার্স
বিপাকে শেখ হাসিনা৷ ছবি- রয়টার্স
advertisement

গতকাল বাংলাদেশ থেকে পালিয়ে এসে ভারতে সাময়িক আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা৷ ইউরোপের একাধিক দেশে রাজনৈতিক আশ্রয়ের সম্ভাবনা খতিয়ে দেখছেন তিনি৷ যদিও যুক্তরাজ্য হাসিনাকে আশ্রয় দিতে নারাজ বলেই বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে৷ যদিও হাসিনার সঙ্গেই ভারতে আশ্রয় নেওয়া তাঁর বোন শেখ রেহানা যুক্তরাজ্যের নাগরিক৷ তিনি শিগগিরই গ্রেট ব্রিটেনের উদ্দেশে রওনা দিতে পারেন বলে খবর৷

advertisement

সোমবার বাংলাদেশের পরিস্থিতি উত্তাল হয়ে ওঠার পরই কোণঠাসা হাসিনা পদত্যাগ করে ভারতের উদ্দেশে রওনা দেন৷ বাংলাদেশের সেনাবাহিনী তাঁকে ভারতে পাঠানোর ব্যবস্থা করে৷ যদিও হাসিনা দেশ ছাড়ার পরই অশান্তির মাত্রা আরও বেড়ে যায় বাংলাদেশে৷ যা এখন কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে৷

আরও পড়ুন: বাংলাদেশ নিয়ে ফেসবুকে পোস্ট করার আগে সাবধান! একদিনেই লালবাজার থেকে ফোন পেলেন ২৫০ জন

advertisement

গতকাল শেখ হাসিনা নয়াদিল্লিতে পৌঁছনোর পর তাঁর সঙ্গে দেখা করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং সেনাবাহিনীর শীর্ষ কর্তারা৷ বাংলাদেশের পদত্যাগী প্রধানমন্ত্রীকে সবরকমের নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেন তাঁরা৷ এমন কি, হাসিনার বিমানকে আকাশপথে নিরাপত্তা দিতে রাফাল যুদ্ধবিমানও মোতায়েন করা হয় বলে সূত্রের খবর৷

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

এ দিন সংসদে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, সোমবার খুব অল্প সময়ের মধ্যেই ভারতে আশ্রয় চেয়ে আবেদন করেছিলেন৷ বাংলাদেশি কর্তৃপক্ষও হাসিনার বিমানকে ভারতে অবতরণের অনুমতি দেওয়ার জন্য ভারতের সঙ্গে যোগাযোগ করে৷ এর পরেই নয়াদিল্লির পক্ষ থেকে সবুজ সঙ্কেত দেওয়া হয়৷ হাসিনা তাঁর পরবর্তী পরিকল্পনা ঠিক করা পর্যন্ত কেন্দ্রীয় সরকার তাঁকে সময় দেবে বলেও জানিয়েছেন জয়শঙ্কর৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Sheikh Hasina: আরও বিপাকে হাসিনা, বড় সিদ্ধান্ত নিয়ে নিল আমেরিকা! এবার কী করবেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল