TRENDING:

জো বাইডেনের অভিষেকে ইতিহাস লেখা আমান্ডা গোরম্যান কে?

Last Updated:

বুধবার ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন ডেমোক্র্যাট জো বাইডেন৷ ক্যাপিটলে এই শপথগ্রহণ অনুষ্ঠানে আরও একজনের দিকে নজর ছিল সকলের৷ তিনি আমান্ডা গোরম্যান৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ওয়াশিংটন: বুধবার ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন ডেমোক্র্যাট জো বাইডেন৷ ক্যাপিটলে এই শপথগ্রহণ অনুষ্ঠানে আরও একজনের দিকে নজর ছিল সকলের৷ তিনি আমান্ডা গোরম্যান৷
advertisement

মার্কিন ইতিহাসে সবচেয়ে কম বয়সী কবি হিসেবে প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করলেন ২২ বছরের তরুণী৷ সোশ্যাল মিডিয়া মাতল লস অ্যাঞ্জেলসের আফ্রিকান কবিকে নিয়ে৷

advertisement

রবার্ট ফ্রস্ট, মায়া অ্যাঞ্জেলু, রিচার্ড ব্লাংকো ও এলিজাবেথ আলেক্সান্ডারের মতো বিখ্যাত কবিরা এর আগে প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেছেন৷ সেখানে গোরম্যান এক কথায় চমক৷

২০১৭ সালে যুক্তরাষ্ট্রের প্রথম জাতীয় যুব কবির সম্মান পাওয়া গোরম্যানের  বিরাট ভক্ত ফার্স্টলেডি জিল বাইডেন৷ তিনিই গোরম্যানের নাম মনোনীত করেছিলেন এই অনুষ্ঠানে কবিতা পাঠের জন্য৷

advertisement

অভিষেক অনুষ্ঠানের জন্যই ‘দ্য হিল উই ক্লাইম্ব’ কবিতাটি লিখেছেন গোরম্যান৷ প্রেসিডেন্ট বাইডেন ও ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসের শপথ অনুষ্ঠানের পরেই মঞ্চে ওঠেন গোরম্যান। তিনি যখন কবিতা পাঠ করা শুরু করেন তখন তাঁর দু'পাশে ছিলেন বাইডেন ও হ্যারিস৷

প্রেসিডেন্ট ও  ভাইস-প্রেসিডেন্টের মাঝখানে দাঁড়িয়ে গোরম্যানের সাবলীল ও দৃপ্ত ভাবে বলিষ্ঠ কণ্ঠে কবিতা আবৃত্তি ক্যাপিটলের মন জয় করে নেয়৷ হাততালির আওয়াজ বুঝিয়ে দিয়েছিল যে, জাতীয় যুব কবি কোন জায়গায় বিরাজ করেন৷ তাঁর কবিতার প্রতি ছত্রে যেমন উঠে এসেছে সেই দেশের সৌন্দর্য, তেমনই গোরম্যান বার্তা দিয়েছেন এক নতুন আমেরিকার সার্বিক ভাবে পুনর্নির্মাণের৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

‘দ্য ওয়ান ফর হুম ফুড ইজ নট এনাফ’ বইয়ের লেখিকা গোরম্যান পড়াশোনা করেছেন হার্ভার্ডের মতো বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে৷ নিজেকে শুধু কবিতায় সীমাবদ্ধ রাখেননি তিনি৷ একজন সমাজকর্মীও গোরম্যান৷ বর্ণবিদ্ধেষ ও নিপীড়ন বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে তিনি যুক্ত৷ কথা বলেন মানুষের অধিকার ও নারীবাদ নিয়ে, কাজেও ফুটে ওঠে সেই ছাপ৷ স্বপ্ন দেখেন ২০৩৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
জো বাইডেনের অভিষেকে ইতিহাস লেখা আমান্ডা গোরম্যান কে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল