বিশ্বজুড়ে তোলপাড় ফেলা এই সম্প্রচারে ‘ভিনগ্রহীদের মৃতদেহ’ দেখানো হয়েছে বলেই দাবি মেক্সিকান সংবাদমাধ্যমে। দু’টি অদ্ভুতদর্শন প্রাণীর দেহ দেখানো হয়েছে মেক্সিকান কংগ্রেসে। তাদের হাতে রয়েছে তিনটি করে আঙুল । কঙ্কালগুলি হাজার বয়স হাজার বছর।
এই দেহগুলি সংরক্ষণ করে রাখা হয়েছে। গবেষণাগারে এই মৃতদেহ গুলির ডিএনএ পরীক্ষা করেও আশ্চর্য তথ্য মিলেছে বলেই দাবি ইউএফও বিশেষজ্ঞ তথা সাংবাদিক জেমি মসানের। জেমির দাবি মৃতদেহ গুলির সঙ্গে পৃথিবীর কোনও প্রাণীর ডিএনএ মেলাতে পারছেন না বিজ্ঞানীরা। পেরুর কুসকো শহর থেকে এগুলি উদ্ধার করা হয়েছে বলেই জানা গিয়েছে।
advertisement
মসান আরও জানিয়েছেন, যে মৃতদেহ গুলির ডিএনএ পরীক্ষা রিপোর্ট থেকে জানা যায় এই প্রাণীদের দৈহিক গঠনের অন্তত ৩০ শতাংশ বিজ্ঞানীদের অচেনা। পৃথিবীর কোনও প্রাণীর সঙ্গে শরীরে সেই নমুনা পাওয়া যায় না।
এছাড়াও এক্স-রে রিপোর্ট থেকে একটি মৃতদেহের শরীরে ‘ডিম’জাতীয় একটি বস্তু পাওয়া গিয়েছে। একাধিক তথ্যই ইঙ্গিত করছে, এই দুই মৃতদেহ ভিন্গ্রহীদের হলেও হতে পারে।
আরও পড়ুন: সুখবর এল ১২০ আলোকবর্ষ দূর থেকে! পৃথিবীর ৮ গুণ বড় গ্রহে কি রয়েছে জল, খুঁজে পাবেন প্রাণ
যদিও ইউএফও বিশেষজ্ঞ মসানের দাবিকে তেমন গুরুত্ব দিতে নারাজ বিজ্ঞানীদের একাংশ। এর আগেও একাধিকবার তিনি ভিন্গ্রহীদের সম্বন্ধে ‘ভুয়ো’ খবর রটিয়েছিলেন বলে অভিযোগ