TRENDING:

Aliens Fossils: এলিয়েনের কঙ্কাল! হাতে তিনটি আঙুল, পেটে ডিম, মেক্সিকোয় ১০০০ বছরের পুরনো ‘লাশ’ ঘিরে তোলপাড়

Last Updated:

দু’টি অদ্ভুতদর্শন প্রাণীর দেহ দেখানো হয়েছে মেক্সিকান কংগ্রেসে। তাদের হাতে রয়েছে তিনটি করে আঙুল । কঙ্কালগুলি হাজার বয়স হাজার বছর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পৃথিবীর বাইরেও কি প্রাণ আছে? মানুষের মতো বা মানুষের চেয়েও উন্নত কোনও প্রাণীদের গ্রহ রয়েছে? এই জল্পনা বহুদিনের। এলিয়েন বা ভিন গ্রহীদের পৃথিবীতে আগমন নিয়ে বিজ্ঞানমহলে বহু জল্পনা কল্পনা থাকলেও এতদিন কোনও চাক্ষুস প্রমাণ মেলেনি। কিন্ত সম্প্রতি সাড়া ফেলেছে মেক্সিকোর কংগ্রেস একটি অধিবেশনের সরাসরি সম্প্রচার।
এলিয়েনের কঙ্কাল! হাতে তিনটি আঙুল, পেটে ডিম, মেক্সিকোয় ১০০০ বছরের পুরনো ‘লাশ’ ঘিরে তোলপাড়
এলিয়েনের কঙ্কাল! হাতে তিনটি আঙুল, পেটে ডিম, মেক্সিকোয় ১০০০ বছরের পুরনো ‘লাশ’ ঘিরে তোলপাড়
advertisement

বিশ্বজুড়ে তোলপাড় ফেলা এই সম্প্রচারে ‘ভিনগ্রহীদের মৃতদেহ’ দেখানো হয়েছে বলেই দাবি মেক্সিকান সংবাদমাধ্যমে। দু’টি অদ্ভুতদর্শন প্রাণীর দেহ দেখানো হয়েছে মেক্সিকান কংগ্রেসে। তাদের হাতে রয়েছে তিনটি করে আঙুল । কঙ্কালগুলি হাজার বয়স হাজার বছর।

এই দেহগুলি সংরক্ষণ করে রাখা হয়েছে। গবেষণাগারে এই মৃতদেহ গুলির ডিএনএ পরীক্ষা করেও আশ্চর্য তথ‍্য মিলেছে বলেই দাবি ইউএফও বিশেষজ্ঞ তথা সাংবাদিক জেমি মসানের। জেমির দাবি মৃতদেহ গুলির সঙ্গে পৃথিবীর কোনও প্রাণীর ডিএনএ মেলাতে পারছেন না বিজ্ঞানীরা। পেরুর কুসকো শহর থেকে এগুলি উদ্ধার করা হয়েছে বলেই জানা গিয়েছে।

advertisement

মসান আরও জানিয়েছেন, যে মৃতদেহ গুলির ডিএনএ পরীক্ষা রিপোর্ট থেকে জানা যায় এই প্রাণীদের দৈহিক গঠনের অন্তত ৩০ শতাংশ বিজ্ঞানীদের অচেনা। পৃথিবীর কোনও প্রাণীর সঙ্গে শরীরে সেই নমুনা পাওয়া যায় না।

advertisement

এছাড়াও এক্স-রে রিপোর্ট থেকে একটি মৃতদেহের শরীরে ‘ডিম’জাতীয় একটি বস্তু পাওয়া গিয়েছে। একাধিক তথ্যই ইঙ্গিত করছে, এই দুই মৃতদেহ ভিন্‌গ্রহীদের হলেও হতে পারে।

আরও পড়ুন: সুখবর এল ১২০ আলোকবর্ষ দূর থেকে! পৃথিবীর ৮ গুণ বড় গ্রহে কি রয়েছে জল, খুঁজে পাবেন প্রাণ

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

যদিও ইউএফও বিশেষজ্ঞ মসানের দাবিকে তেমন গুরুত্ব দিতে নারাজ বিজ্ঞানীদের একাংশ। এর আগেও একাধিকবার তিনি ভিন্‌গ্রহীদের সম্বন্ধে ‘ভুয়ো’ খবর রটিয়েছিলেন বলে অভিযোগ

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Aliens Fossils: এলিয়েনের কঙ্কাল! হাতে তিনটি আঙুল, পেটে ডিম, মেক্সিকোয় ১০০০ বছরের পুরনো ‘লাশ’ ঘিরে তোলপাড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল