তবে বরাত জোরে সব যাত্রীই নিরাপদে রয়েছেন ৷ ৩৫জন যাত্রী ও ১২জন ক্রুকে উদ্ধারে এগিয়ে এসেছিলেন স্থানীয়রাই ৷ প্লেনটি জলে পড়তে দেখে তারা তাড়াতাড়ি নেমে পড়েন জলে ৷ ছোট ছোট নৌক করে যাত্রীদের উদ্ধার করেন তারা ৷ জানা গিয়েছে উত্তর প্রশান্ত মহাসাগরের পাশে যে সব রানওয়ে রয়েছে সেগুলো খুব ছোট ৷ ওয়েনোর রানওয়েরও এক হাল ৷ তাই এভাবে বিপদের মুখে পড়েছিলেন সকলেই ৷ তদন্তের আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ ৷ আপাতত জীবন ফিরে পেয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছেন যাত্রীরা ৷
advertisement
আরও পড়ুন দলের প্রতিদ্বন্দ্বিতা কাটিয়ে বিয়ের পিঁড়িতে দুই ক্যাপ্টেন
advertisement
Location :
First Published :
September 28, 2018 2:36 PM IST