আরও পড়ুন Viral Video: স্যুইম স্যুটে জলে ঝাঁপ মহিলার, পরচুলা খুলে উড়ে এল ডাঙায়! ভিডিও সুপার ভাইরাল
ঘটনা মার্কিন মুলুকের মেইনের আউবার্নের৷ সেখানে ঘটেছে মারাত্মক এই ঘটনা৷ ভাড়াটে ঘর খালি করার পর সেখানে গিয়ে বাড়িওয়াল দেখেন এই অবস্থা৷ ১৯টি ট্যারেন্টুলা (tarantulas) এবং ১টি সাপ (Snake) দেখে খুব স্বাভাবিকভাবে ভয় পান তিনি৷ তার ফোন পেয়ে বন্যপ্রাণ বিভাগ থেকে আসেন এক ব্যক্তি৷ ড্রুই দেসজারদিন আসেন পশু উদ্ধারের কাজে৷ সেখানে তিনি দেখেন যে ১৯টির মধ্যে ৪টি ট্যারেন্টুলার মরে গিয়েছে৷ সাপটির শরীরেও জল নেই৷ ফলে সেও নেতিয়ে রয়েছে৷ এদের উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে আসেন দেসজারদিন৷ আপাতত উদ্ধার হওয়া পশুরা সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে৷
advertisement
একটি আন্তার্জাতিক সংবাদ সংস্থার পক্ষে থেকে জানানো হয়েছে যে মেইন এলাকায় এই সব পশু নিষিদ্ধ৷ অর্থাৎ খোলা ভাবে তাদের ছেড়ে রাখা অপরাধ৷ তাহলে কীভাবে ভাড়াটে এদের জোগাড় করল এবং ঘরের মধ্যে লুকিয়ে রাখল, তার তদন্ত চলছে৷
যিনি পশুগুলোকে উদ্ধার করেছেন, তিনিই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সব ছবি৷ যা থেকে ঘটনাটি জানাজানি হয়েছে৷ এবং তাতেই আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষ৷ এমনকী ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছে৷