এদিকে সিরিষার এই সাফল্যের জন্য অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু গর্বিতভাবে এই ভারতীয় কন্যাকে নিয়ে ট্যুইট করেন৷ নিজের ট্যুইটে তিনি লেখেন, "Indian-origin women continue to break the proverbial glass ceiling and prove their mettle," অর্থাৎ ‘‘ নিজেদের নির্ধারিত কাঁচের সীমা ভেঙে ভারতীয় বংশোদ্ভুত মেয়েরা এগিয়ে যাচ্ছে ধারাবাহিকভাবে৷’’
advertisement
তিনি আরও লিখেছেন , সিরিষা বাণ্ডলা তেলেগু শিকড়ের মেয়ে ভিএসএস ইউনিটিতে আকাশে ওড়ার জন্য তৈরি৷ যা ভারতীয়দের গর্বিত করছে৷ ’’
তেলেগু দেশম পার্টি প্রধানের এই ট্যুইটের পরেই ভারতীয় নেটিজেনদের ট্যুইটের ঢল নামে৷ আকাশে উড়ান ভরার এই মেয়েকে নিয়ে গর্বিত হয়ে ওঠেন সকলেই৷
সকলেই এই ভারতীয় বংশোদ্ভুতা তরুণী অ্যাস্ট্রোনটের সাফল্যে দারুণ খুশি৷ সকলেই বলছেন তাঁর সাফল্য পরবর্তী প্রজন্মকে আরও উদ্বুদ্ধ করবে, আকাশ ছোঁওয়ার স্বপ্নও যে বাস্তব হয় তা বোঝাবে৷