দেশ ছেড়ে কোনও ভাবে পালানোর জন্য লক্ষ লক্ষ মানুষ ভিড় করেছে কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া ও খবরে আফগানিস্তানের ভয়ানক পরিস্থিতির ছবিই ধরা পড়েছে। সেখানকারই একটি ভিডিও নতুন করে ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওতে দেখা গিয়েছে, কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের সীমানার বাইরে এক মহিলা কাতর অনুরোধ করছেন মার্কিন সেনা ও ন্যাটো বাহিনীর কাছে। যেভাবেই হোক তাঁদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হোক। ভিডিওতে তাঁকে বলতে শোনা গিয়েছে, 'তালিবানরা আসছে। ওরা আমাদের মেরে ফেলবে। দয়া করে আমাদের ভিতরে ঢুকতে দিন।' কান্নায়-ভয়ে চিৎকার করছেন মহিলা। কিন্তু সেনা কিছুতেই তাঁদের ভিতরে ঢুকতে দিচ্ছে না।
advertisement
সূত্রের খবর, এখনও প্রায় ৫০ হাজার মানুষ কাবুলের বিমানবন্দরের বাইরে অপেক্ষা করছেন ভিতরে ঢোকার জন্য। তাঁদের আশঙ্কা, তালিবান সবাইকে খুন করবে। মার্কিন সেনা নিজেদের দেশের নাগরিক, মার্কিন সেনার সঙ্গে কাজ করা মানুষদের অগ্রাধিকার দিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। কিন্তু বাকি লক্ষ লক্ষ মানুষের ভবিষ্যৎ কী কেউ জানেন না।