বাগেরহাটের শিকদার বাড়ির পুজোই সবচেয়ে জনপ্রিয় ৷ আর এই শিকদার বাড়িতেই থাকেন মিমির দাদা ৷ বাংলাদেশের একটি সংবাদমাধ্যমে মিম জানিয়েছেন, ‘আমার মাসির ছেলে লিটন শিকদার প্রতি বছর এই পূজার আয়োজন করেন। সারাদেশ থেকেই অনেকে বেড়াতে আসবেন। এবারের পূজা উদযাপন করবো বাগেরহাটে। দশমীর পর ঢাকায় ফিরব ৷’
Location :
First Published :
October 18, 2018 2:04 PM IST