TRENDING:

গর্ভপাতের ওষুধে বাড়বে আয়ু! বিজ্ঞান গবেষণায় চাঞ্চল্য বিশ্বজুড়ে

Last Updated:

গবেষণাগারে হাতেকলমে পরীক্ষা এমন সম্ভাবনাকে আরও জোরাল করে তুলেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ক্যালিফোর্নিয়া: আয়ু বাড়ানোর ওষুধ। শুনতে আকাশকুসুম লাগলেও এমনই যুগান্তকারী আবিষ্কারের সামনে দাঁড়িয়ে আছেন বিজ্ঞানীরা। গবেষণা বলছে হাতের কাছেই হয়তো রয়েছে এমন 'ওষুধ' যা মেয়েদের আয়ু বাড়িয়ে দিতে পারে। গবেষণাগারে হাতেকলমে পরীক্ষা এমন সম্ভাবনাকে আরও জোরাল করে তুলেছে।
advertisement

'দ্য জার্নাল অফ জেরোনোটোলজি: বায়োলজিক্যাল সায়েন্স' শীর্ষক গবেষণাপত্রে এমনই এক মাইলস্টোন গবেষণার সন্ধান পাওয়া গেল। দেখা গিয়েছে গবেষণাগারে একটি বিশেষ ওষুধ প্রয়োগ করে দুই প্রজাতির আয়ু বাড়িয়ে দেওয়া গিয়েছে। বিজ্ঞানীদের অনুমান ফল মিলতে পারে মানব দেহেও।

কী সেই ওষুধ? বিজ্ঞানীরা বলছেন ফল দিচ্ছে Mifpristone বা RU-486 নামক বহুল প্রচলিত ওষুধ যা গর্ভপাতের জন্য ব্যবহৃত হয়। অনেক সময়ে ক্যান্সারের চিকিৎসাতেও এই ওষুধ ব্যবহার করেন চিকিৎসকরা।

advertisement

প্রাথমিক ভাবে এই গবেষণার জিন রিসার্চের সবচেয়ে প্রচলিত পদ্ধতি ব্যবহার করেন ইউনিভার্সিটি অফ সাদার্ন ক্যালিফোর্নিয়ার গবেষকরা। ড্রোসোফিলা মাছির উপর পরীক্ষা করে দেখা যায়, এই ওষুধ প্রয়োগে স্ত্রী মাছির আয়ু বাড়ছে।

গবেষকরা বলছেন যৌনসঙ্গমের সময় পুরুষ মাছির দেহ থেকে এক ধরনের পেপটাইড স্ত্রী মৌমাছির শরীরে প্রবেশ করে। সেই পেপটাইড স্ত্রী মৌমাছির ক্ষতিসাধন করে আদতে। তার আয়ু কমিয়ে দেয়। এখানেই কার্যকরী হচ্ছে mifepristone। দেখা যাচ্ছে এই ওষুধ শরীরে এই পেপটাইডের কার্যকারিতা রুখে দিচ্ছে, ফলে তাদের জীবনের সম্ভাবনা বেড়ে যাচ্ছে।

advertisement

এখানেই আশার আলো দেখছেন বিজ্ঞানীরা। তাঁদের মত, এই ওষুধ মেয়েদের আয়ু বাড়িয়ে দিতে পারে। যদি তাই হয় তবে এই দশকের শ্রেষ্ঠতম গবেষণা বলেই চিহ্নিত হবে এই বিষয়টি।

বাংলা খবর/ খবর/বিদেশ/
গর্ভপাতের ওষুধে বাড়বে আয়ু! বিজ্ঞান গবেষণায় চাঞ্চল্য বিশ্বজুড়ে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল