ওই বিজ্ঞাপনের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল ৷ জ্যাজ টিভি-র ভিডিওতে দেখা যাচ্ছে অভিনন্দন বর্তমানের মতোই দেখতে এক ব্যক্তিকে কিছু প্রশ্ন করা হচ্ছে ৷ তিনি অভিনন্দনের মতোই প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করছেন ৷ পরে তাঁকে এক কাপ চা খেতে দেওয়া হয় ৷ চায়ের প্রশংসা করেন ওই ব্যক্তি ৷ ঠিক যেমনটা অভিনন্দন করেছিলেন ৷ এরপরেই বিজ্ঞাপনে কাপ নিয়ে উঠে যেতে দেখা যায় ওই ব্যক্তিকে ৷ কিন্তু কাপটি তাঁর হাত থেকে নিয়ে নেওয়া হয় ৷
advertisement
আসন্ন ভারত-পাক ম্যাচ নিয়েই এই বিজ্ঞাপনটি বানিয়েছে জ্যাজ টিভি ৷ বালাকোটে বায়ু সেনার এয়ারস্ট্রাইকের পর পাকিস্তানে আটকে পড়েন অভিনন্দন ৷ পরে অবশ্য কূটনৈতিক চাপে তাঁকে ফিরিয়ে দিতে বাধ্য হয় প্রতিবেশী দেশ ৷ ইতিমধ্যেই পাকিস্তানের যুদ্ধবিমান এফ-১৬ ধ্বংসের পুরস্কার হিসাবে অভিনন্দন বর্তমানের নাম বীর চক্র সম্মানের জন্য সুপারিশ করেছে ভারতীয় বায়ুসেনা। অভিনন্দনের বীরগাথা স্কুলের সিলেবাসেও জায়গা পাওয়ার কথা ৷
কিন্তু দু’দেশের দ্বিপাক্ষিক রাজনৈতিক ও বৈদেশিক চাপানউতরের মধ্যেই এ ধরণের স্পর্শকাতর বিষয় নিয়ে বিজ্ঞাপন তৈরি করায় সমালোচনার মুখে পড়তে হয়েছে ওই পাক টেলিভিশন চ্যানেলকে ৷