জুয়ান কাস্ত্রো, যিনি 'মাতাম্বা' নামেও পরিচিত, শুক্রবার ভোরে পালিয়ে যান জেল থেকে। তারপর থেকেই পলাতক রয়েছেন তিনি। ২০২১ সালের মে মাস থেকে কারাগারে ছিলেন তিনি এবং মার্কিন যুক্তরাষ্ট্রে প্রত্যার্পণের অপেক্ষায় ছিলেন। কলম্বিয়ার জেলের তরফে প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, খোলা রেখে যাওয়া একটি দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছেন জুয়ান কাস্ত্রো। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মাতাম্বা সাতটি দরজা দিয়ে হেঁটে কোন বাধা ছাড়াই পালাতে সক্ষম হন। তিনি একটি হুডযুক্ত জ্যাকেট পরেছিলেন, যা তার মুখ ঢেকে রেখেছিল।
advertisement
আরও পড়ুন: উত্তর প্রদেশ পুলিশের কাছে এল ভয়ংকর ইমেল, গোটা দিল্লিজুড়ে জারি হাই অ্যালার্ট!
ন্যাশনাল পেনিটেনশিয়ারি এবং প্রিজন ইনস্টিটিউটের পরিদর্শক মিল্টন জিমেনেজকে কাস্ত্রোকে পালাতে সাহায্য করার জন্য গ্রেফতার করা হয়েছে। তিনি পাঁচটি মনিটরিং চেক পয়েন্ট পেরিয়ে যেতে মাদক মালিককে সাহায্য করেছিলেন বলে জানা গিয়েছে। স্থানীয় সংবাদপত্র এল টিম্পোর একটি প্রতিবেদনে বলা হয়েছে, কাস্ত্রো শুক্রবার বেলা সাড়ে বারোটার সময় তার সেলে ফিরে আসেন। এরপর তিনি গার্ডের পোশাক পরে কারাগার থেকে পালিয়ে যান। প্রতিবেদনে আরও লেখা হয়েছে, ওই ব্যবসায়ী সর্বোচ্চ নিরাপত্তার কারাগার থেকে পালানোর জন্য ৫ মিলিয়ন ডলার ঘুষ দিয়েছেন।
আরও পড়ুন: বগটুইয়ে যখন ঘর ছাড়ার তাড়া, ঠিক উল্টো ছবি ভাঙড়ে! কী ব্যাপার?
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে কারা পরিচালক ও অন্য ৫৫ রক্ষীকে বরখাস্ত করা হয়েছে। প্রসঙ্গত, জুয়ান কাস্ত্রো অন্তত ১২ বার গ্রেফতার হয়েছেন এবং এর আগে দুবার জেল থেকে পালিয়েছেন। ২০১৮ সালে, তিনি কারাগার থেকে চিকিৎসার জন্য ছুটিতে থাকাকালীন নিজের মৃত্যুর নাটকও করেছিলেন।