মাত্র দু' দিন আগেই লস অ্য়াঞ্জেলেসে বন্দুকবাজের হামলার ঘটনায় ১১ জনের মৃত্য়ু হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার উত্তর ক্য়ালিফোর্নিয়া এবং লোয়া অঞ্চলে হামলার ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: লজ্জার আঁধার! লাহোর থেকে করাচি, রাওয়ালপিণ্ডি থেকে ইসলামাবাদ অন্ধকারে ডুবে পাকিস্তানের অলিগলি
এর মধ্য়ে দু'টি গুলি চালানোর ঘটনা ঘটেছে উত্তর ক্য়ালিফোর্নিয়ার হাফ মুন বে-তে। সেখানে খামারের মধ্য়ে গুলি চালানোর ঘটনা ঘটে। এই হামলার ঘটনায় সাত জনের নিহত এবং তিন জন আহত হন। এই ঘটনায় অভিযুক্তকে হেফাজতে নিয়েছে পুলিশ।
advertisement
এর পাশাপাশি লোয়াতে একটি শিক্ষা প্রতিষ্ঠানেও হামলার ঘটনা ঘটে। সেই ঘটনায় দু' জন ছাত্র নিহত হন। শিক্ষা প্রতিষ্ঠানের একজন কর্মীও গুরুতর আহত হয়েছেন। তাঁর অবস্থাও যথেষ্ট আশঙ্কাজনক।
আরও পড়ুন: লস এঞ্জেলসের শ্যুটিংয়ে মৃত ১০, ঘটনার পরেই আত্মঘাতী অভিযুক্ত বাহাত্তরের বৃদ্ধ
আমেরিকায় পর পর বন্দুকবাজের হামলার ঘটনায় ফের সেই পুরনো বিতর্কই মাথাচাড়া দিচ্ছে। সাধারণ মানুষ সহজেই আগ্নেয়াস্ত্র হাতে পেয়ে যাওয়াই এই ধরনের ঘটনা উদ্বেগজনক ভাবে বেড়ে যাওয়ার মূল কারণ বলে অভিযোগ উঠছে।
গত বছর আমেরিকায় এই ধরনের ৬৪৭টি হামলার ঘটনা ঘটে। যেখানে সাধারণ মানুষের উপরে নির্বিচারে গুলি চালিয়েছে বন্দুকবাজ। শুধুমাত্র ২০২২ সালেই আমেরিকায় গুলিবিদ্ধ হয়ে ৪৪ হাজার মানুষের মৃত্য়ু হয়েছে। যার অর্ধেকই আত্মহত্য়ার ঘটনা।