TRENDING:

যোগাসনের জাদুতে কুঁজো থেকে সোজা হলেন ৮৬-র ঠাকুমা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নিউ ইয়র্ক: একে বয়স ছুঁয়েছে ছিয়াশির কোঠা৷ তায় শরীরে বাসা বেঁধেছে স্কোলাইসিস৷ ব্যথা, পিঠের কুঁজে ন্যুব্জ হয়ে যাওয়া শরীর নিয়ে জর্জরিত ছিলেন অ্যানা পেসে৷
advertisement

ওষুধ, আকুপাংচার, থেরাপি কোনও কিছুতেই যখন লাভ হচ্ছে না তখনই অ্যানার জীবনে দেবদূতের মতো আসেন যোগ থেরাপিস্ট রেচেল জেসন৷

৮৬ বছর বয়সে রেচেল যোগাসন শেখাতে শুরু করেন অ্যানাকে৷ দুমাসের মধ্যেই পার্থক্য বুঝতে শুরু করেন অ্যানা৷ ধীরে ধীরে হিপ বোন, গোড়ালি, হাঁটুর ব্যথা সারতে থাকে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সানশেড ভেঙে সাংঘাতিক দুর্ঘটনা! চাপা পড়ল শিশু-সহ ৫
আরও দেখুন

শিরদাঁড়ায় বল পেয়ে কুঁজো শরীর থেকে সোজা হয়ে উঠে দাঁড়ান৷ নিউ ইয়র্ক টাইমস-কে অ্যানা জানান, আমি দারুণ উপভোগ করছি৷ আগে নিজের শরীরের ওপর নিয়ন্ত্রণ ছিল না৷ এখন আমি পুরো নিজের নিয়ন্ত্রণে৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
যোগাসনের জাদুতে কুঁজো থেকে সোজা হলেন ৮৬-র ঠাকুমা