আরবীয় উপদ্বীপের দেশগুলির মধ্যে আর্থিক ভাবে অনুন্নত দেশের তালিকার শীর্ষে অবস্থিত এই দেশ। সেই দেশেরই রাজধানীতে স্থানীয় ব্যবসায়ীরা সাধারণের মানুষের হাতে টাকা তুলে দিচ্ছিল এই অনুষ্ঠানে। আয়োজিত হয়েছিল শহরের একটি স্কুলের প্রাঙ্গনে। শয়ে শয়ে মানুষ উপস্থিত হয়েছিলেন সেখানে। মৃতদের এবং আহতদের সেখান থেকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একইসঙ্গে যাঁরা এই দানছত্র অনুষ্ঠান আয়োজনের দায়িত্বে ছিলেন, তাঁদের আটক করা হয়েছে।
advertisement
আরও পড়ুন: ৪০-৪২ ডিগ্রিতেই প্রাণ ওষ্ঠাগত? বিশ্বের কিছু এলাকার তাপমাত্রা পেরিয়ে যায় ৫০ ডিগ্রিও!
অভিযোগ উঠেছে, এই দানছত্রের অনুষ্ঠান কোনও নির্দিষ্ট সংস্থা বা সরকারি মন্ত্রকের সঙ্গে যৌথভাবে আয়োজন করা হয়নি। ইতিমধ্যে দু’জন ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে গোটা ঘটনার তদন্ত চলছে।
আরও পড়ুন: মাউন্ট অন্নপূর্ণায় একদিনে মৃত্যু ৩ পর্বতারোহীর, এখনও নিখোঁজ ১ ভারতীয় অভিযাত্রী!
ভয়ানক কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। দেখা যাচ্ছে, প্রবল ভিড়ে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন কিছু মানুষ। মৃতদেহ পড়ে রয়েছে মাটিতে। আশপাশ দিয়েই যাতায়াত করছে জনতা। কোথাও আবার মৃতদেহ কাপড়ে মুড়ে মুড়ে কাঁধে করে করে বার করা হচ্ছে।