তুরস্ক, কাবুল, বাংলাদেশ পেরিয়ে এবার বাগদাদ ৷ সপ্তাহ শেষ হতে হতে সন্ত্রাস থাবা বসিয়েছে বিশ্ব জুড়ে ৷ শুক্রবার রাতে ঢাকায় জঙ্গি হামলার খবর বাসি হতে না হতেই জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল বাগদাদের কারাডা বাজার এলাকা ৷
সামনে ঈদ ৷ ঈদের আগে ছুটির দিনে শেষ মুহূর্তের কেনাকাটিতে ব্যস্ত বাগদাদের সাধারণ নাগরিক ৷ কারাডা মার্কেটে তখন উপছে পড়ছে ভিড় ৷ রমজানের উপবাস ভেঙে একটু রাত করেই রেস্তোরাঁয়, বাজারের ফুড স্টলে খাওয়া-দাওয়া সারছিলেন অনেকে ৷ এমন সময় বিস্ফোরক ঠাসা রেফ্রিজারেটরের একটি ট্রাকে পর পর দুটি বিস্ফোরণ ঘটে ৷ মুহূর্তে হরেক রকমের পসার সাজানো হাসি খুশি মার্কেট বদলে যায় রক্ত মাখানো লাশে ভরা শ্মশানে ৷
advertisement
প্রথম বিস্ফোরণটি ঘটে শনিবার সন্ধেয় শিয়া অধ্যুষিত কারাডা মার্কেটে । এর কিছুক্ষণ পরেই পূর্ব বাগদাদে ঘটে আরেকটি আইইডি বিস্ফোরণ ৷
পুলিশ সূত্রে খবর, ঈদ ও রমজান পালনে ব্যস্ত মার্কেটকেই লক্ষ্য করেছিল জঙ্গিরা ৷ আইএস অনলাইনে একটি বিবৃতি প্রকাশ করে হামলার দায় স্বীকার করে ৷
এরকম শক্তিশালী বিস্ফোরণে, বিস্ফোরণস্থলের আশপাশের বেশ কিছু বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে ৷ ইতিমধ্যেই ৮৩ জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ ৷ আহত হয়েছেন বহু মানুষ ৷ পুলিশের অনুমান, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে ৷ ধ্বংসস্তূপের নীচে আরও মানুষ আটকে রয়েছে ৷