বৃহস্পতিবার সকালে দুই দেশের প্রধান পৌঁছন বতসোয়ানার রাজধানী গ্যাবোরোন থেকে ১০ কিলোমিটার দক্ষিণে মোকোলোডি নেচার রিজার্ভে৷ সেখানে তাঁরা সাফারি জিপে পৌঁছন ঘটনাস্থলে যেখানে ২ টি চিতাকে ছাড়া হচ্ছিল নিভৃতবাসের গণ্ডি বা কোয়ারান্টাইন পেনে৷ দুই দেশের বনদফতরের আধিকারিকরা দুই রাষ্ট্রপ্রধানকে বুঝিয়ে বলেন সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্বন্ধে৷
আধিকারিকরা জানিয়েছেন ৮ টি চিতা-ই সংরক্ষণাগারে আছে৷ ২টি শ্বাপদকে ছাড়া হয়েছে কোয়ারাইন্টিনে৷ জানা গিয়েছে এর আগে কালাহারি মরু এলাকায় ঘানজি শহরের সংরক্ষণাগার থেকে এই ৮ চতুষ্পদকে পাঠানো হয় মোকোলোডি সংরক্ষণাগারে৷
advertisement
প্রসঙ্গত ৩,৭০০ হেক্টর জমিতে বিস্তৃত মোকোলোডি রিজার্ভ তৈরি করা হয় ১৯৯৪ সালে৷ বেসরকারি উদ্যোগে নির্মিত এই পার্কের মূল উদ্দেশ্য বাণিজ্য বা মুনাফা নয়৷ গণ্ডার, জিরাফ ছাড়াও এই পার্কের বাসিন্দা আফ্রিকার অগণিত পাখি এবং সরীসৃপ৷ আধিকারিকদের সূত্র অনুযায়ী সেগুলির মধ্যে কিছু প্রাণী পৌঁছে গিয়েছে বিলুপ্তির মুখে৷
আশা করা হচ্ছে কোয়ারান্টাইন প্রক্রিয়া সম্পূর্ণ হলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পৌঁছবে ভারতে৷ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর তিন দিনের বৎসোয়ানা সফরের শেষ দিন ছিল বৃহস্পতিবার৷
