আইফোনে একের পর এক গেম ডাউনলোড করাতেই এই কাণ্ড ৷ গেমগুলির দাম ২০৪ টাকা থেকে শুরু হয়ে ১০ হাজার টাকা পর্যন্ত ৷ একের পর এক গেম ডাউনলোড করায় শেষপর্যন্ত বিল ১ লক্ষ টাকা ছাড়িয়ে যায় ৷ কী ভাবে এত টাকা মেটাবেন ভেবেই তাঁর হাড় হিম হয়ে যাচ্ছিল। শেষমেশ নিজের গাড়ি বিক্রি করে সেই বিল মেটান বাবা মহম্মদ মুতাজা। প্রথমে মুতাজা ভেবেছিলেন তাঁকে প্রতারিত করা হয়েছে। কিন্তু তিনি লেনদেনের স্টেটমেন্টের একটি মেল পান। তাতে কত টাকা খরচ হয়েছে স্পষ্ট লেখা ছিল। মুতাজা বিষয়টি নিয়ে অ্যাপল-কে অভিযোগ জানান। সংস্থার পক্ষ থেকে মুতাজাকে ২১ হাজার টাকা ফেরতও দেওয়া হয়েছে। ছেলে হয়তো পাসওয়ার্ড জেনে ফেলেছিল বলেই আশঙ্কা করছেন মুতাজা ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 02, 2021 7:03 AM IST