স্থানীয় পুলিশ বিবিসি জানিয়েছে, সাইক্লোনের কারণে সমুদ্রতীরবর্তী দোহোফার এবং আল-উসটা প্রদেশের অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে।
ঘণ্টায় ১৭০ কিলোমিটার ছিল ঝড়ের গতিবেগ ৷ সুদূঢ় অতীতে এমন ভয়ানক সাইক্লোনের মুখোমুখি হয়নি সে দেশ ৷ এমনটাই স্থানীয় আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে ৷ ঝড়ের কারণে ওই এলাকার প্রচুর ঘরবাড়ির ভেঙে পড়েছে।
ক্ষয়ক্ষতির হাত থেকে কিছুটা রেহাই পেতে প্রচুর মানুষকে আগে থেকেই অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ৷ ওই এলাকার বাসিন্দাদের বাড়তি সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
advertisement
ইয়েমেনের সকোট্রা উপদ্বীপ লণ্ডভণ্ডের পর সাইক্লোন মেকুনু এসে পৌঁছায় ওমানের দ্বিতীয় প্রধান শহর সালালাহরের পশ্চিমে। সেখানে ভূমিধস, ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির পর সাইক্লোনটি দুর্বল হয়ে যায়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 27, 2018 1:01 PM IST