TRENDING:

১৭০ কিমি বেগে আছড়ে পড়ল সাইক্লোন মেকুনু, মৃত ৬

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সালালাহ: সাইক্লোন মেকুনুর আঘাতে বিধ্বস্ত ওমানের দক্ষিণাংশ ৷ এই মারাত্মক সাইক্লোনের আঘাতে এখনও পর্যন্ত ৬ জন মারা যাওয়ার খবর পাওয়া গিয়েছে ৷ নিখোঁজ ৩০ জনেরও বেশি মানুষ ৷
advertisement

স্থানীয় পুলিশ বিবিসি জানিয়েছে, সাইক্লোনের কারণে সমুদ্রতীরবর্তী দোহোফার এবং আল-উসটা প্রদেশের অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে।

ঘণ্টায় ১৭০ কিলোমিটার ছিল ঝড়ের গতিবেগ ৷ সুদূঢ় অতীতে এমন ভয়ানক সাইক্লোনের মুখোমুখি হয়নি সে দেশ ৷ এমনটাই স্থানীয় আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে ৷ ঝড়ের কারণে ওই এলাকার প্রচুর ঘরবাড়ির ভেঙে পড়েছে।

ক্ষয়ক্ষতির হাত থেকে কিছুটা রেহাই পেতে প্রচুর মানুষকে আগে থেকেই অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ৷ ওই এলাকার বাসিন্দাদের বাড়তি সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৮৫ ফুটের প্রতিমা! ঝাড়খন্ড থেকেও দেখতে আসছেন সবাই... কী এর বিশেষত্ব, জানুন
আরও দেখুন

ইয়েমেনের সকোট্রা উপদ্বীপ লণ্ডভণ্ডের পর সাইক্লোন মেকুনু এসে পৌঁছায় ওমানের দ্বিতীয় প্রধান শহর সালালাহরের পশ্চিমে। সেখানে ভূমিধস, ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির পর সাইক্লোনটি দুর্বল হয়ে যায়।

বাংলা খবর/ খবর/বিদেশ/
১৭০ কিমি বেগে আছড়ে পড়ল সাইক্লোন মেকুনু, মৃত ৬