ভারতীয় সময় রবিবার রাত দেড়টা নাগাদ এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে৷ ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষের জেরে বাসটিতে আগুন ধরে যায়৷ ফলে ঘুমন্ত অবস্থাতেই জীবন্ত দগ্ধ হন অধিকাংশ যাত্রী৷
প্রাথমিক পাওয়া খবর অনুযায়ী, দুর্ঘটনায় মৃত ভারতীয় তীর্থযাত্রীদের মধ্যে অধিকাংশই হায়দ্রাবাদের বাসিন্দা৷ মৃতদের মধ্যে শিশু এবং মহিলারাও রয়েছেন৷
দুর্ঘটনার পর সারারাত ধরেই উদ্ধারকাজ চলে৷ স্থানীয় বাসিন্দারাও দুর্ঘটনায় গুরুতর আহতদের সাহায্যে এগিয়ে যান৷ সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, দুর্ঘটনাস্থলেই অন্তত ৪০ জন যাত্রীর মৃত্যু হয়৷ যদিও হতাহতের সংখ্যা নিয়ে এখনও কোনও সরকারি বিবৃতি জানা যায়নি৷
advertisement
হায়দ্রাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি জানিয়েছেন, হায়দ্রাবাদের দুটি ট্রাভেল এজেন্সির সঙ্গে তিনি যোগাযোগ রাখছেন৷ সৌদি আরবে ভারতীয় কর্তৃপক্ষকেও ওই বাসে থাকা যাত্রীদের তালিকা পাঠিয়েছেন৷ পরে জেড্ডার ভারতীয় দূতাবাস জানিয়েছে, দুর্ঘটনা সম্পর্কিত তথ্য এবং মৃত ও আহতদের পরিবারের সহায়তায় চব্বিশ ঘণ্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে৷ চালু হয়েছে একটি হেল্পলাইন নম্বর৷ সেটি হল ৮০০২৪৪০০০৩৷
ওয়াইসি জানিয়েছেন, ৪২ জন তীর্থযাত্রী বাসে করে মক্কা থেকে মদিনা যাচ্ছিলেন৷ রিয়াধের ভারতীয় দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন আবু মাথেন জর্জের সঙ্গে কথা বলেছি৷ তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে তিনি গোটা ঘটনা সম্পর্কে খোঁজ নিচ্ছেন৷ নিহতদের দেহ ফেরানোর ব্যবস্থা করা এবং আহতদের যথাযথ চিকিৎসার জন্য কেন্দ্রীয় সরকারকেও অনুরোধ করেছেন হায়দ্রাবাদের সাংসদ৷
