ঠিক কী ঘটেছিল?
শুক্রবার দুপুরে ব্রাজিলের মিনাস জিরাইস রাজ্যের ব্রুমাদিনহোর বেলো হরিজনতো শহরে বিস্ফোরণ থেকে ‘মিনা ফিইজো’ খনিতে বাঁধ ধসের ঘটনা ঘটে। খনিটি বেলো হরিজনতো থেকে ৪০ মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত। খনিটিতে মোট ৪২৭ জন শ্রমিক দুর্ঘটনার সময়ে কাজ করছিল বলে জানিয়েছেন এক আধিকারিক। বাঁধ ভেঙে পড়ার পরই মাটি ও জলের স্রোত ধেয়ে আসে ব্রুমাডিনহো শহরের দিকে। জোলের তোড়ে ভেঙে পড়েছে একটি ব্রিজ। ধ্বংস হয়ে গিয়েছে আশপাশের এলাকার অধিকাংশ বাড়িঘর।
advertisement
ব্রাজিলের ন্যাশনাল ওয়াটার এজেন্সি জানিয়েছে, বাঁধটি ভেঙে পড়ার পর মাটির সঙ্গে খনিজ-বর্জ্যের (টেলিং) স্রোত ছড়িয়ে পড়ছে গোটা এলাকায়। এই স্রোত আটকাতে না পারলে তা অন্তত ২২০ কিলোমিটার পাড়ি দিয়ে পৌঁছে যাবে বেইক্সো হাইড্রোইলেকট্রিক বাঁধের কাছে। ইতিমধ্যেই এই স্রোত আটকাতে তৎপর হয়েছেন দমকলকর্মীরা। মৃতদের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে বলে এ দিন ঘোষণা করেন ব্রাজিলের প্রেসিডেন্ট জৈর বোলসোনারো। দ্রুত তিনি ঘটনাস্থল পরিদর্শনে যাবেন বলেও জানা গিয়েছে।