যদিও তালিবানদের বিরোধী গোষ্ঠীর নেতারা পঞ্জশির দখলের এই খবর অস্বীকার করেছেন৷
শামসাবাদ নিউজ এজেন্সি দাবি করেছে, পঞ্জশির দখলকে উদযাপন করতে শূন্যে গুলি বর্ষণ শুরু করে তালিবানরা৷ তাতেই ১৭ জনের মৃত্যু হয়৷ টোলো নিউজের তরফেও একই ধরনের খবর প্রকাশ করা হয়েছে৷
কাবুলের পূর্ব প্রান্তে নানগরহর প্রদেশেও তালিবানদের গুলি বর্ষণে অন্তত ১৪ জন আহত হয়েছেন বলে খবর৷ তবে তালিবানদের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ গুলিবর্ষণের ঘটনার নিন্দাই করেছেন৷
advertisement
মুজাহিদ বলেন, 'শূন্যে গুলি না চালিয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানান৷ গুলিতে সাধারণ মানুষ আহত হতে পারেন৷ ফলে অকারণ গুলি চালাবেন না৷ '
Location :
First Published :
September 04, 2021 5:45 PM IST