TRENDING:

এভারেস্টে জঞ্জাল পরিষ্কার অভিযান, নামানো হল ১১ হাজার কেজি জঞ্জাল ও ৪টি মৃতদেহ

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নেপাল: এভারেস্টে যত ভিড় বাড়ছে, তত বাড়ছে জঞ্জাল। এবার সেই জঞ্জাল পরিষ্কারের উদ্যোগ নিল নেপাল সরকার। বিশ্ব পরিবেশ দিবসে এভারেস্ট থেকে নামন হল এগারো হাজার কেজি জঞ্জাল ও চারজনের দেহ। জঞ্জালের মধ্যে অধিকাংশই খাবারের র‍্যাপিং, ক্যান, বোতল, খালি অক্সিজেন সিলিন্ডার। যার বেশিরভাগ পাওয়া গিয়েছে দুই ও তিন নম্বর ক্যাম্প থেকে।
advertisement

নেপাল পর্যটন দফতর জানিয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে এভারেস্ট পরিষ্কারের কাজ চলছে। এখনও এভারেস্টে পড়ে রয়েছে বিপুল পরিমাণ জঞ্জাল। এছাড়াও রয়েছে বহু মৃতদেহ। ১৯৫৩ থেকে এখনও পর্যন্ত এভারেস্টে গিয়ে কমপক্ষে তিনশো জনের মৃত্যু হয়েছে। এঁদের মধ্যে অনেকের দেহই ফিরিয়ে আনা সম্ভব হয়নি।

বাংলা খবর/ খবর/বিদেশ/
এভারেস্টে জঞ্জাল পরিষ্কার অভিযান, নামানো হল ১১ হাজার কেজি জঞ্জাল ও ৪টি মৃতদেহ