টুইটারে রাহুল লিখেছেন, 'যথেষ্ট হয়েছে৷ সীমান্তে কী হয়েছে, আমাদের জানতেই হবে৷ আমাদের সেনা জওয়ানদের হত্যা করার স্পর্ধা হয় কী করে চিনের? কোন স্পর্ধায় আমাদের জমি নিয়ে নেয় চিন? প্রধানমন্ত্রী চুপ কেন? কেন লুকোচ্ছেন?'
advertisement
সোমবার রাতে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চিন ভারতের রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে। রাতের অন্ধকারে আট ঘণ্টারও বেশি সময় ধরে পাথর ও রড দিয়ে আক্রমণ৷ লাগাতার মারা হয কাঁটাতার জড়ানো ব্যাটন দিয়েও। চিনের পিপিলস লিবারেশন আর্মির এই অতর্কিত হামলায় মৃত্যু হয়েছে অন্তত ২০ জওয়ানের। সেনা সূত্রে জানানো হয়েছে, স্রেফ খণ্ডযুদ্ধ নয়, প্রবল ঠান্ডাতেও মৃত্যু হয়েছে অনেকের।
advertisement
Location :
First Published :
June 17, 2020 9:49 AM IST