সংবাদ সংস্থা এএনআই-র খবর, চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান জানান যে কূটনৈতিক ও সামরিক স্তরে ভারতের সঙ্গে কথা চলছে৷ সোমবারের সংঘর্ষের ঘটনায় কোনটা ঠিক বা কোনটা ভুল সেটা পুরো পরিষ্কার৷ LAC-তে সোমবারের সংঘর্ষের ঘটনা চিনের দিকে ঘটেছে বলেও দাবি চিনের৷ যা হয়েছে তার জন্য চিনকে দোষ দেওয়া যাবে না বলেই দাবি করেছে বেজিং৷ সীমান্তে চিনের মাটিতে এই ঘটনার কথা বলে চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ভারতের দিকেই অভিযোগের আঙুল তুলছেন৷ তাঁর ইঙ্গিত যে ভারতীয় সেনা চিনের মাটিতে অনুপ্রবেশ ঘটিয়েছিল৷ তবে এই নিয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি ঝাও লিজিয়ান৷
advertisement
সোমবার রাত থেকেই চিন-ভারত সীমান্তে সংঘর্ষ শুরু হয়েছে৷ বেশকিছু দিন ধরেই সীমান্তে যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছিল৷ সীমান্তে বসবাসকারী ভারতীয়রা সেই পরিস্থিতির কথা তুলে ধরেছিলেন৷ অনেকেই বলেছিলেন যে সীমান্তে অনুপ্রবেশ করছে চিনা সেনা৷ রাতের অন্ধকারে সেনার তাবু দেখতে পেতেন তারা৷