TRENDING:

চিনকে চাপে রাখতে এবার ইউরোপ থেকে সেনা সরাচ্ছে আমেরিকা

Last Updated:

চিনা কমিউনিস্ট পার্টির কর্মকাণ্ডে পরিষ্কার বোঝাচ্ছে যে তারা ভারত, ভিয়েতনাম, মালয়শিয়া, ইন্দোনেশিয়া এবং দক্ষিণ চিন সাগরে বিপদবার্তা দিচ্ছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ওয়াশিংটন: ইউরোপ থেকে নিজেদের বাহিনী সরাচ্ছে আমেরিকা৷ তার প্রধান কারণ হল ভারত ও দক্ষিণপূর্ব এশিয়ায় চিনা ত্রাস৷ এই বিপদসঙ্কেত থেকে যুঝতেই সেনা সরানোর সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ বৃহস্পতিবার ব্রাসেলসে এক ভিডিও সম্মেলনে এই বিষয়টি স্পষ্ট করেন মার্কিন বিদেশসচিব মাইক পম্পেও৷
advertisement

ভারতের ওপর চিনা সেনার হামলা৷ দু’তরফের হাতাহাতিতে জড়িয়ে পড়া এবং ২০জন ভারতীয় সেনার শহিদ হওয়ার ঘটনায় রীতিমতো ভয় দেখাচ্ছে চিন৷ পূর্ব গালওয়ান উপত্যকাকে ঘিরে উত্তাপ বেড়েই চলেছে৷ দু’দেশের কূটনৈতিক পর্যায়ে দফায় দফায় বৈঠকেও যেন মিলছে না সমাধান সূত্র৷ ভারত-চিন সংঘর্ষে বেশ কিছু চিনা সেনা আহত হলেও, সেই সংখ্যা সামনে আনছে না চিন৷

advertisement

তবে এরপর কেন আমেরিকা নিজেদের বাহিনী সরাচ্ছে জার্মানি থেকে? পম্পেও বলছেন, যদি মার্কিন সেনা ওই এলাকায় না থাকে তার মানে তাদের অন্য কোথাও পাঠানো হচ্ছে৷ চিনা কমিউনিস্ট পার্টির কর্মকাণ্ডে পরিষ্কার বোঝাচ্ছে যে তারা ভারত, ভিয়েতনাম, মালয়শিয়া, ইন্দোনেশিয়া এবং দক্ষিণ চিন সাগরে বিপদবার্তা দিচ্ছে৷ মার্কিন বাহিনী যাতে এই হুশিয়ারির জবাব দিতে প্রস্তুত থাকতে,  এই সিদ্ধান্ত৷

advertisement

গত সপ্তাহে ভারতের ওপর চিনের হামলার কড়া ভাষায় নিন্দা করেন মার্কিন বিদেশসচিব৷ ২০জন সেনার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেন তিনি৷ জানান যে, শুধু ভারতে হামলা নয়, প্রকৃত নিয়ন্ত্রণরেখায় উত্তেজনা বাড়িয়েছে পিপল লিবারেশন আর্মি, বেআইনিভাবে দক্ষিণ চিন সাগর থেকে জমি ছিনিয়ে নিচ্ছে চিন৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

এর পাশাপাশি করোনা নিয়ে আরও স্বচ্ছ্ব অবস্থান নিতে চিনকে বার্তা দিয়েছেন মার্কিন বিদেশ সচিব

advertisement

বাংলা খবর/ খবর/ভারত-চিন/
চিনকে চাপে রাখতে এবার ইউরোপ থেকে সেনা সরাচ্ছে আমেরিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল