TRENDING:

ভারত চিন উত্তেজনায় উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জ, দুই দেশকেই সংযম বজায় রাখতে আর্জি

Last Updated:

ভারতের তরফে ২০ জন সেনার মৃত্যুর কথা স্বীকার করা হলেও নিজেদের তরফে ক্ষয়ক্ষতি নিয়ে কিছুই জানায়নি চিন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নিউ ইয়র্ক: ভারত এবং চিনের সেনাবাহিনীর মধ্যে সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্টোনিও গুতেররেস৷ দুই দেশকেই সংযম দেখানোর জন্য অনুরোধ করেছেন তিনি৷ এমনই জানিয়েছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের মুখপাত্র৷
advertisement

ভারতীয় সেনার বিবৃতি অনুযায়ী, সোমবার রাতে লাদাখের গালওয়ানে চিনা সেনার অতর্কিত হামলায় ২০ জন ভারতীয় সেনার মৃত্যু হয়৷ এর পরই সীমান্তে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে৷ ভারত- চিন দু' পক্ষই এই পরিস্থিতির জন্য পরস্পরকে দায়ী করেছে৷

রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, 'ভারত এবং চিনের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় হিংসা এবং প্রাণহানির ঘটনায় আমরা উদ্বিগ্ন৷ দুই দেশকেই সর্বাধিক সংযম দেখানোর অনুরোধ করা হচ্ছে৷ তবে দুই দেশই উত্তেজনা কমাতে উদ্যোগী হয়েছে বলে যে খবর পাওয়া যাচ্ছে তাকে আমরা ইতিবাচক ভাবেই নিচ্ছি৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

ভারতের তরফে ২০ জন সেনার মৃত্যুর কথা স্বীকার করা হলেও নিজেদের তরফে ক্ষয়ক্ষতি নিয়ে কিছুই জানায়নি চিন৷ তবে এ দিনই ভারত এবং চিনের বিদেশমন্ত্রীর মধ্যে ফোনে কথা হয়েছে৷ দুই দেশই উত্তেজনা প্রশমনে রাজি হয়েছে বলেই সংবাদসংস্থার বিদেশমন্ত্রকের তরফে দাবি করা হয়েছে৷ ভারত এবং চিন উত্তেজনা কমাতে সম্মত হওয়ায় দুই দেশের পদক্ষেপকেই স্বাগত জানিয়েছে রাশিয়াও৷

advertisement

বাংলা খবর/ খবর/ভারত-চিন/
ভারত চিন উত্তেজনায় উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জ, দুই দেশকেই সংযম বজায় রাখতে আর্জি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল