TRENDING:

Galwan Valley| বিপদের আন্দাজ, চিন সীমান্তে বাহিনী বাড়াচ্ছে ভারত: সূত্র

Last Updated:

জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কাছে আসা রিপোর্টে জানা গিয়েছে তিনটি জায়গায় (গালওয়ান উপত্যকা, হট স্প্রিং, প্যাংগং লেক) এখনও পরিস্থিতি উত্তপ্ত৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লাদাখ: এবার ৩৪৮৮ কিলোমিটারের প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর নিজেদের বাহিনী বাড়াল ভারত৷ দফায় দফায় ভারত-চিন কূটনৈতিক বৈঠক হলেও চোরা গোপ্তা নিজেদের বাহিনী বাড়িয়ে চলেছে চিন৷ তাই চিনের সঙ্গে মোকাবিলা করতে এই পথেই হাঁটল দেশ, এমনই সূত্রের খবর৷ শুধু সেনা নয়, ভারত-তিব্বত সীমান্তে পুলিশ বাহিনীর (Indo-Tibetan Border Police)সংখ্যা বাড়ানো হচ্ছে ৷
advertisement

ইন্দো-টিবেটিয়ান বর্ডার পুলিশের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত হয় শনিবার৷ লেফটেন্যান্ট জেনারেল পরমজিত সিং, ডিরেক্টর জেনারেল মিলিটারি অপরেশন এবং (Indo-Tibetan Border Police)আইটিবিপির প্রধান এসএস দেসওয়াল লেহ গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার পরই এই সিদ্ধান্ত হয়৷

ভারত-চিন সংঘর্ষের আগে লাদাখে কিছু বাহিনী পাঠানো হয়েছিল, তবে এবার আরও বেশি সংখ্যক বর্ডার পুলিশ পাঠানো হচ্ছে, সীমান্তে সুরক্ষা ব্যবস্থা বাড়ানোর জন্য৷ জানিয়েছেন সরকারি আধিকারিকরা৷

advertisement

প্লেটুনের পরিবর্তে এবার কোম্পানি পাঠানো হচ্ছে৷ ১ প্লেটুনে ৩০জন জওয়ান থাকেন, সেখানে এক কোম্পানি বাহিনীতে থাকে ১০০জন জওয়ান৷ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কাছে আসা রিপোর্টে জানা গিয়েছে তিনটি জায়গায় (গালওয়ান উপত্যকা, হট স্প্রিং, প্যাংগং লেক) এখনও পরিস্থিতি উত্তপ্ত ৷

উপগ্রহ চিত্রে ধরা পড়েছে যে, সীমান্তে নিজেদের ক্ষমতা বাড়িয়ে চলেছে চিনা সেনা৷ সেখানে চিনা সেনাদের তাঁবুর ছবি ফুটে উঠেছে৷ প্রকৃত নিয়ন্ত্রণরেখায় নিজেদের পরিকাঠামো বাড়িয়েছে চিন৷ সেই প্রেক্ষিতে ভারতও নিজেদের শক্তি বাড়ানোর দিকে ঝুঁকছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

সেই কারণেই চিনকে যোগ্য জবাব দিতে সীমান্তে প্রস্তুত হচ্ছে ভারত৷ সেনার পাশাপাশি অস্ত্র ও অন্য সরঞ্জামের ওপর গুরুত্ব দিচ্ছে ভারত৷ উচ্চপদস্থ কূটনীতিকের মতে, ‘‘দু’দেশের কথা হচ্ছে ঠিক, কিন্তু এখনও কোনও সমাধানসূত্র সামনে আসেনি৷ তাই সীমান্তে সেরকম প্রস্তুতিই প্রয়োজন৷ ডোকালামে মধ্যস্থতায় পৌঁছতে লেগেছিল ৭৩দিন৷ এখানে আরও বেশি সময় হাতে নিয়ে এগোতে হবে৷’’

advertisement

বাংলা খবর/ খবর/ভারত-চিন/
Galwan Valley| বিপদের আন্দাজ, চিন সীমান্তে বাহিনী বাড়াচ্ছে ভারত: সূত্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল