TRENDING:

'শহিদদের বীরত্ব আরও অনেককে অনুপ্রাণিত করবে', শোকপ্রকাশ সচিনের

Last Updated:

সোমবার লাদাখের গালওয়ানে ১৬ বিহার রেজিমেন্টের জওয়ানদের উপরে অতর্কিতে হামলা চালায় চিনের সেনাবাহিনী৷ এই ঘটনায় এখনও পর্যন্ত ২০ জন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: মাতৃভূমিকে রক্ষা করার জন্য যে সাহসিকতার পরিচয় দিয়েছেন বীর জওয়ানরা, তা আরও অনেককে অনুপ্রাণিত করবে৷ তার মধ্যে দিয়েই বেঁচে থাকবেন লাদাখের শহিদরা৷ চিনের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে হত ভারতীয় সেনা জওয়ানদের এভাবেই শ্রদ্ধা জানালেন সচিন তেন্ডুলকর৷ একই সঙ্গে নিহত জওয়ানদের পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন কিংবদন্তি ক্রিকেটার৷
advertisement

ট্যুইটারে সচিন লেখেন, 'মাতৃভূমিকে রক্ষা করতে গিয়ে আমাদের শহিদরা যে বীরত্ব দেখিয়েছেন, তা আরও অনেককে অনুপ্রাণিত করবে এবং তাঁদের মধ্যে দিয়েই এই শহিদরা বেঁচে থাকবেন৷ গোটা দেশ এই সাহসী জওয়ানদের মৃত্যুতে শোকজ্ঞাপন করছে এবং তাঁদের নিঃস্বার্থ বাবা মা ও পরিবারের পাশে রয়েছে৷ আমার গভীর সমবেদনা জানাই এবং প্রত্যেকের আত্মার শান্তি কামনা করি৷'

advertisement

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

সোমবার লাদাখের গালওয়ানে ১৬ বিহার রেজিমেন্টের জওয়ানদের উপরে অতর্কিতে হামলা চালায় চিনের সেনাবাহিনী৷ এই ঘটনায় এখনও পর্যন্ত ২০ জন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে৷ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও অনেক জওয়ান৷ সমাজের সব স্তরের মানুষ বীর জওয়ানদের শ্রদ্ধা জানাচ্ছেন৷ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-ও জানিয়েছেন, দেশ এই জওয়ানদের বলিদান কোনওদিন ভুলবে না৷

advertisement

বাংলা খবর/ খবর/ভারত-চিন/
'শহিদদের বীরত্ব আরও অনেককে অনুপ্রাণিত করবে', শোকপ্রকাশ সচিনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল